TRENDING:

Covid Third Wave: প্রথম ঢেউয়ের মতো হাসপাতালে বেড বৃদ্ধির নির্দেশ রাজ্যের, তৃতীয় ঢেউ আসছেই

Last Updated:
Third Wave: সরকার রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালকে প্রথম ঢেউয়ের সময় যেমন চিকিৎসা পরিকাঠামো তৈরি করা হয়েছিল, যে ভাবে বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল, সেই স্তরেই ব্যবস্থা করতে নির্দেশ দিচ্ছে।
advertisement
1/6
প্রথম ঢেউয়ের মতো হাসপাতালে বেড বৃদ্ধির নির্দেশ রাজ্যের, তৃতীয় ঢেউ আসছেই
১. রাজ্য়ের করোনা পরিস্থিত নিয়ে বৈঠক করলেন স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্টেরাটির এনএসনিগম, দফতরের সচিব সঞ্জয় বনসল, দফতরের চিফ টেকনিক্যাল অফিসার সোমা শীল মল্লিক। সেখানেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে, করোনার বিপুল সংক্রমণের একটা সম্ভাবনা রয়েছেও করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী।
advertisement
2/6
২. সরকার রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালকে প্রথম ঢেউয়ের সময় যেমন চিকিৎসা পরিকাঠামো তৈরি করা হয়েছিল, যে ভাবে বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল, সেই স্তরেই ব্যবস্থা করতে নির্দেশ দিচ্ছে।
advertisement
3/6
৩. বেসরকারি হাসপাতালগুলি যাতে দ্রুত অত্যাবশ্যকীয় ওষুধগুলি সংগ্রহ করে রাখতে হবে। করোনা চিকিৎসার প্রয়োজনীয় সব কিছু হাসপাতালের সংগ্রহে থাকা জরুরি।
advertisement
4/6
৪. যে হাসপাতালগুলিতে বায়ো ল্যাব রেয়েছে, সেগুলিকে প্রতিনয়ত স্বাস্থ্য ভবনের সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদান করতে হবে। জেলাওয়াড়ি সংক্রমণের একটা হিসাব দিতে হবে।
advertisement
5/6
৫. কেন্দ্রের সঠিক দিশা না থাকায় ষাটোর্ধ্বদের টিকাকরণের বিষয়টি নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। তবে ১৫ থেকে ১৮ বছরের শিশুদের টিকাকরণ করার জন্য প্রয়োজনীয় কোভ্যাক্সিন যেন সমস্ত হাসপাতালে মজুত করা থাকে।
advertisement
6/6
৬. স্বাস্থ্য ভবন চেষ্টা করবে, আক্রান্তদের সংগ্রহ করা সোয়াব যেন আরও কম দিনের ব্যবধানে কল্যাণীর ল্যাবে পাঠানো যায়। বর্তমানে এটি সপ্তাহে দু'দিন পাঠানো হয়ে থাকে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Covid Third Wave: প্রথম ঢেউয়ের মতো হাসপাতালে বেড বৃদ্ধির নির্দেশ রাজ্যের, তৃতীয় ঢেউ আসছেই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল