TRENDING:

টেটে প্রশ্ন ফাঁস মামলায় হাইকোর্টে জয় রাজ্যের, নিশ্চিত ৪০ হাজারের ভবিষ্যত

Last Updated:
চার বছর পর শাপমুক্তি। প্রাথমিক শিক্ষা পর্ষদের টেটের প্রশ্ন ফাঁস মামলায় হাইকোর্টে জয় রাজ্যের।
advertisement
1/6
টেটে প্রশ্ন ফাঁস মামলায় হাইকোর্টে জয় রাজ্যের, নিশ্চিত ৪০ হাজারের ভবিষ্যত
চার বছর পর শাপমুক্তি। প্রাথমিক শিক্ষা পর্ষদের টেটের প্রশ্ন ফাঁস মামলায় হাইকোর্টে জয় রাজ্যের। সোশ্যাল সাইটে প্রশ্ন ফাঁস হলেও, পরীক্ষায় তার প্রভাব পড়েনি বলেই পর্যবেক্ষণ হাইকোর্টের। পরীক্ষা বাতিলের আবেদন খারিজ হওয়ায় রাজ্যে নিযুক্ত চল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের বড়োসড়ো আইনি জট কাটল।
advertisement
2/6
v
advertisement
3/6
পরীক্ষা বাতিলের যুক্তিতে বলা হয়, সোশাল সাইটে ছড়িয়ে পড়া ৮ পাতার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল টেস্টের। দুপুর দুটোয় পরীক্ষার অনেক আগেই সোশাল সাইটে রাজ্যে ছড়িয়ে পড়ে এই প্রশ্ন। পরীক্ষার স্বচ্ছতার স্বার্থে নিরপেক্ষ সিবিআই তদন্ত হোক। পরীক্ষা বাতিল করে নতুন করে টেটের নির্দেশ দিক আদালত।
advertisement
4/6
যদিও চার্জশিটে কলকাতা পুলিশের দাবি ছিল, প্রশ্ন ছড়িয়ে গেলেও, তার প্রভাব পরীক্ষা হলের মধ্যে পড়েনি। কারণ, অনেক আগেই পরীক্ষার্থীদের হলে ঢুকতে নির্দেশ দেওয়া হয়েছিল। দীর্ঘ সওয়াল জবাবের পর গত বছর সেপ্টেম্বর মাসে শেষ হয় টেট মামলার শুনানি। তারও সাড়ে দশ মাস পর রায় ঘোষণায় কলকাতা পুলিশের চার্জশিটকেই মান্যতা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণে প্রশ্ন ফাঁসে সিবিআই তদন্তের আবেদন খারিজ করা হয়।
advertisement
5/6
চার বছর আগে এই পরীক্ষার পাস করে রাজ্যে নিযুক্ত হয়েছেন প্রায় চল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক। প্রশ্ন ফাঁসের মামলার উপর জড়িয়ে ছিল তাঁদের ভবিষ্যৎ। মামলায় রাজ্যের জয়ের ফলে, তাঁদের চাকরি এখন নিশ্চিত। তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে সন্তুষ্ট নন মামলাকারী। লড়াই ডিভিশন বেঞ্চে নিয়ে যাচ্ছেন মামলাকারী।
advertisement
6/6
সিঙ্গেল বেঞ্চের রায়ে আপাতত স্বস্তিতে রাজ্যের নিযুক্ত হওয়া চল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক। সম্প্রতি CAG বিড়ম্বনায় হাইকোর্টে রাজ্যের এই জয় এক প্রাথমিক স্বস্তি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
টেটে প্রশ্ন ফাঁস মামলায় হাইকোর্টে জয় রাজ্যের, নিশ্চিত ৪০ হাজারের ভবিষ্যত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল