TRENDING:

SSC: 'SSC-র ভুল, সব দায় এসএসসি-র! চেয়ারম্যানকে জেলে পাঠাব!' উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বিস্ফোরক বিচারপতি! কী এমন ঘটল কলকাতা হাইকোর্টে?

Last Updated:
SSC: হাইকোর্টের নির্দেশের পরেও ভূগোলে নিয়োগ না পেয়ে আদালত অবমাননার মামলা হয়।
advertisement
1/6
'SSC-র ভুল, সব দায় এসএসসি-র! চেয়ারম্যানকে জেলে পাঠাব!'উচ্চ প্রাথমিক নিয়োগে ভর্ৎসনা আদালতের
এসএসসি চেয়ারম্যানকে এজলাস থেকে জেলে পাঠানোর হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের। উচ্চপ্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় বুধবার এজলাসে ডেকে পাঠানে হয় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। হাইকোর্টের নির্দেশের পরেও ভূগোলে নিয়োগ না পেয়ে আদালত অবমাননার মামলা হয়।
advertisement
2/6
এসএসসি জানায়, ভূগোলে OBC মেল সিট না থাকায় চাকরি দেওয়া যায়নি। এহেন জবাবের পরই বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, 'এটা এসএসসি-র ভুল। তার দায় এসএসসি'র। গ্রেফতার করে জেলে পাঠাব চেয়ারম্যানকে এজলাস থেকে।'
advertisement
3/6
বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ও বলেন, ''নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় দুটো ভাগে শূন্যপদ ঠিক হয়। ঘোষিত শূন্যপদ আর বিজ্ঞপ্তি দেওয়ার পর সম্ভাব্য শূন্যপদ। তাহলে এখন কেন এসএসসি বলছে ভুগোলে শূন্যপদ নেই?''
advertisement
4/6
উচ্চপ্রাথমিক নিয়োগ মামলা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশে শিলমোহর দেয় সুপ্রিম কোর্ট। তারপরেও হাইকোর্টের নির্দেশ মতন যোগ্য হয়েও চাকরি পাননি একজন। ভূগোলে ওবিসি মেল শূন্যপদে যার চাকরি পাওয়ার কথা। সেই মামলার শুনানিতেই প্রবল ভর্ৎসনা হাইকোর্টের বিচারপতির।
advertisement
5/6
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন বলে, উচ্চপ্রাথমিক নিয়োগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে শিলমোহর দেয় সুপ্রিম কোর্ট। তারপরেও হাইকোর্টের নির্দেশ মতন যোগ্য হয়েও চাকরি পাননি একজন। এখন এসএসসি এসে যদি বলে অমুক তমুক সমস্যায় করা যায়নি কেন মানবে আদালত। গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। এসএসসি চাকরি না দেওয়ার এমন অজুহাত দেখাতে পারে না।
advertisement
6/6
বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, ''যদি এসএসসি চেয়ারম্যান সমাধান করতে না পারেন, আদালত তা মেনে নেবে না। ভূগোলের আসন নিয়ে এসএসসি রাজ্য সরকার নাকি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবে, সেটা তাঁদের সমস্যা। এসএসসি কীসের জন্য? এই ধরনের সমস্যা যাতে না হয় তা দেখার জন্যই তো। এসএসসি-র জন্য সমস্যা, তা মেটাতে হবে এসএসসি-কেই। আদালতের নির্দেশ মতো উচ্চপ্রাথমিকের নিয়োগ তালিকার প্রত্যেককে চাকরি দিতে হবে। শেষ সুযোগ দিচ্ছে আদালত। চাকরি এরপরে না পেলে হাইকোর্ট কড়া পদক্ষেপ নেবে৷'' বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, ''কাউন্সেলিং এসএসসি করে স্কুল বাছাইয়ের জন্য। তাহলে নির্দিষ্ট ক্যাটাগরির শূন্যপদ নেই কেন? রাজ্য সরকার অনুমতি দিলে আমরা করে দেব৷ বা আদালতের কাছে আদেশ প্রার্থনা করতে হবে কেনো? ভূগোলে ৪৪ শূন্যপদের ৩৬ নিয়োগ সম্পূর্ণ। বাকি নিয়োগের ক্ষেত্রে এসএসসি সমস্যায় থাকলে সমস্যা তাদেরকে মেটাতে হবে।''
বাংলা খবর/ছবি/কলকাতা/
SSC: 'SSC-র ভুল, সব দায় এসএসসি-র! চেয়ারম্যানকে জেলে পাঠাব!' উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বিস্ফোরক বিচারপতি! কী এমন ঘটল কলকাতা হাইকোর্টে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল