SSC Scam Partha Chatterjee: আর পার পাওয়া যাবে না, তিনটি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া! ধার্য হল দিন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
SSC Scam Partha Chatterjee: এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হতে চলেছে। ১১ সেপ্টেম্বর আলিপুর বিশেষ সিবিআই আদালতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির চার্জ গঠন।
advertisement
1/7

অবশেষে এসএসসি নিয়োগ দুর্নীতির তিনটি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শুরু হতে চলেছে বিচার প্রক্রিয়া। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য হল আদালতে।
advertisement
2/7
সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতির তিনটি মামলা গ্রুপ সি, নবম ও দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
advertisement
3/7
এবার তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হতে চলেছে। ১১ সেপ্টেম্বর আলিপুর বিশেষ সিবিআই আদালতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির চার্জ গঠন।
advertisement
4/7
গ্রুপ সি দুর্নীতির জন‍্য ১২ সেপ্টেম্বর এবং নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির চার্জগঠনের দিন ধার্য হয়েছে ১৫ সেপ্টেম্বর। পার্থ ছাড়াও এই মামলায় ধৃত এবং অভিযুক্তদের বিরুদ্ধে এই তিন দিন চার্জগঠন করবে আদালত।
advertisement
5/7
তিনটি মামলায় অভিযুক্ত এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল‍্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, সমরজিৎ আচার্যের মতোও এসএসসির সঙ্গে যুক্ত তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।
advertisement
6/7
১১ সেপ্টেম্বর চার্জ গঠন হবে পরেশ ও অঙ্কিতা অধিকারী, ১২ সেপ্টেম্বর পার্থর ব‍্যক্তিগত সচিব সুকান্ত আচার্যের।
advertisement
7/7
নাইসা কর্তা পঙ্কজ বনশল, নীলাদ্রি দাস ছাড়াও বিধায়ক জীবন সাহা এবং একাধিক এজেন্ট সাব এজেন্ট যারা অভিযুক্ত হিসেবে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করবে আদালত। (অমিত সরকার)