'মুকুল, পার্থ চাপ তৈরি করেছিল...', এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে বিস্ফোরক চিত্তরঞ্জন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Priti Saha
Last Updated:
SSC Recrutement Scam: শুক্রবার থেকে আলিপুর কোর্টে শুরু হল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। প্রথম দিনের সাক্ষী ছিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি এসএসসির চেয়ারম্যান ছিলেন। তৎকালীন গভর্নর তাঁকে এসএসসি পদের দায়িত্ব দেন। ২০২৩ সালের ২৫ অক্টোবর তিনি সেই পদ ত্যাগ করেন।
advertisement
1/8

শুক্রবার থেকে আলিপুর কোর্টে শুরু হল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। প্রথম দিনের সাক্ষী ছিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি এসএসসির চেয়ারম্যান ছিলেন। তৎকালীন গভর্নর তাঁকে এসএসসি পদের দায়িত্ব দেন। ২০২৩ সালের ২৫ অক্টোবর তিনি সেই পদ ত্যাগ করেন।
advertisement
2/8
চার বছর কিংবা তার বেশি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান পদে তিনি চাকরি করতে পারবেন এমনটাই বলা হয়েছিল তাঁকে। তবে চিত্তরঞ্জন মণ্ডল আদালতে দাবি করেন, তাঁর উপর মুকুল রায় এবং 'পরোক্ষ ভাবে' পার্থ চট্টোপাধ্যায় চাপ তৈরি করেছিলেন।
advertisement
3/8
বেআইনি নিয়োগের জন্য তাঁকে একদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতেও ডাকা হয়। তাঁর দাবি, তিনি চাপ নিতে না পেরে অবশেষে ইস্তফা দেন। তবে ইস্তফার জন্য কোনও কারণ তিনি দেখাননি সেই সময়।
advertisement
4/8
এদিনের শুনানিতে সওয়াল জবাব পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, "২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির ম্যানুফেস্টো কমিটিতে আপনি সদস্য ছিলেন?"
advertisement
5/8
চিত্তরঞ্জন মণ্ডল উত্তরে জানান: "হ্যাঁ।" এরপরেই বেশ খানিকক্ষণ চলে সওয়াল জবাব:পার্থর আইনজীবী- "২০১৯ সালে আপনি বিজেপিতে যোগ দিয়েছিলেন?"
advertisement
6/8
চিত্তরঞ্জন মণ্ডল- "হ্যাঁ। ২০১৯ এর ১২ই অগাস্ট বিজেপিতে যোগ দিই।"পার্থর আইনজীবি- "তাহলে ২০২২ সালে যখন দু'বার আপনাকে সিবিআই ডেকে পাঠায়। তখন আপনি বিজেপিতে ছিলেন? অর্থাৎ রাজনৈতিক স্বার্থেই আপনি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন।"চিত্তরঞ্জন মণ্ডল- "না।"
advertisement
7/8
পার্থর আইনজীবী- "আপনাকে যখন টেলিভিশন চ্যানেল কিংবা সংবাদপত্রে দেখা যেত আপনি বিজেপির হয়ে মুখপাত্রের কাজ করতেন?"চিত্তরঞ্জন মণ্ডল- "না আমি এসএসসির বিশেষজ্ঞ হিসেবে কথা বলতাম।"
advertisement
8/8
বর্তমানে মামলার শুনানি চলছে আলিপুর আদালতে। আগামিকাল ফের হবে শুনানি। তারপরেই রায়দান করবে আদালত।