SSC Recruitment case: শিক্ষকদের চাকরি বাতিল মামলায় বিরাট মোড়! সুপ্রিম রায় পুনর্বিবেচনায় আর্জি, কী দাবি চাকরিহারাদের?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
SSC Recruitment case: শিক্ষকদের চাকরি বাতিলের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানাতে নয়াদিল্লি গিয়েছিলেন শিক্ষকদের প্রতিনিধি। আদালতে কী আবেদন শিক্ষকদের?
advertisement
1/5

শিক্ষকদের চাকরি বাতিলের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানাতে নয়াদিল্লি গিয়েছিলেন শিক্ষকদের প্রতিনিধি।
advertisement
2/5
মামলা দায়ের করে কলকাতা ফিরলেন চাকরীহারা শিক্ষকদের প্রতিনিধি সুমন বিশ্বাস ও ইন্দ্রজিৎ মণ্ডল। Image Representative
advertisement
3/5
কলকাতা বিমানবন্দরে তাঁরা সাংবাদিকদের জানান কোর্টের কাছে তাদের মূল আবেদন হবে, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ এবং অযোগ্য শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করা।
advertisement
4/5
সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করে দেওয়ায় নিযোগ পাওয়া সব শিক্ষকদের চাকরি গিয়েছে। সেই নিয়ে আন্দোলন করছেন চাকরিহারা শিক্ষকরা। Image: Representative
advertisement
5/5
শিক্ষকদের একাংশ চাকরি ফেরত পেতে ফের পরীক্ষায় বসতে নারাজ, তাঁদের দাবি ন্যায্য ভাবে একবার তাঁরা চাকরি পেয়েছেন, আবার কেন বসবেন!