SSC: ২৬ হাজার চাকরি বাতিল, SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের মাথায় হাত! সুপ্রিম কোর্টে যা হল, আপাতত জেলেই জীবন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
SSC: আগামী জুলাই মাসে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
advertisement
1/5

সুপ্রিম কোর্টে বিড়ম্বনায় সুবীরেশ ভট্টাচার্য। জুলাই পর্যন্ত জামিন বা জেলমুক্তির কোনও সম্ভাবনা নেই। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের মামলার শুনানি বৃহস্পতিবার পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট।
advertisement
2/5
আগামী জুলাই মাসে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ জানিয়েছে, এই সময়ের মধ্যে দু'পক্ষ হলফনামা আদান-প্রদান করবে।
advertisement
3/5
হাইকোর্টের তৃতীয় বেঞ্চ সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করে দেয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় সুবীরেশ। কিন্তু সেখানেই শুনানি পিছিয়ে গেল জুলাই মাস পর্যন্ত।
advertisement
4/5
সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫,৩২৭ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে। বিরোধীরা সরাসরি আঙুল তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে। এসএসসি-র মতো সংস্থা ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা।
advertisement
5/5
এই পরিস্থিতিতে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলে থাকা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন আগেই খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে তাঁর জামিনের মামলা পিছিয়ে গিয়েছিল। এবারও পিছিয়ে গেল।