TRENDING:

SSC Case: এসএসসি কাণ্ডে সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ! কিন্তু স্বস্তি পাচ্ছেন না চাকরিহারা শিক্ষকরা! মূল কারণ কী জানেন? কী বলছেন শিক্ষকরা?

Last Updated:
SSC Case: ওয়াই চ্যানেলে অবস্থানরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্পষ্ট করে জানিয়েছেন, পরীক্ষা দিতে নারাজ আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।
advertisement
1/7
এসএসসি কাণ্ডে সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ! কিন্তু স্বস্তি পাচ্ছেন না চাকরিহারা শিক্ষকরা!
কলকাতা: আপাতত স্বস্তি! মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, টেন্টেড নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। বৃহস্পতিবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী ৩১ মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে, তারা চলতি বছরেই নিয়োগপ্রক্রিয়া শেষ করবে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগপ্রক্রিয়াও। তাই মনে করা হচ্ছে, আপাতত কয়েক হাজার শিক্ষক স্বস্তি পেলেন।
advertisement
2/7
কিন্তু ওয়াই চ্যানেলে অবস্থানরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্পষ্ট করে জানিয়েছেন, পরীক্ষা দিতে নারাজ আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাঁদের প্রশ্ন, ''৩১ ডিসেম্বরের পরে আমরা সংসার কী করে চালাব? এটাতে কোনও স্বস্তি পাচ্ছি না।'' বাস্তবিকই, যারা ৯ বছর আগে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, সেই তাঁরাই এখন পরীক্ষায় বসলে আর কি একই ভাবে পাশ করতে পারবেন? সেই প্রশ্ন উঠেছিল আগেই। আবারও সেই একই প্রশ্ন বহাল রইল।
advertisement
3/7
সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর (এঁদের মধ্যে ১৭ হাজার ২০৬ জনই শিক্ষক-শিক্ষিকা) নিয়োগ বাতিলের জেরে আদালতে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
4/7
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, শুধুমাত্র ‘যোগ্য’ শিক্ষকরাই আপাতত কাজ চালাতে পারবেন। পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আদালতের এই সিদ্ধান্ত বলে জানান তিনি।
advertisement
5/7
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস নেওয়ার জন্য আপাতত ‘টেন্টেড’ (অযোগ্য) তালিকায় নাম না-থাকা শিক্ষক-শিক্ষিকারা স্কুলে পড়াতে পারবেন।
advertisement
6/7
তবে রাজ্যের জন্য বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। শর্ত হল, ৩১ মে-র মধ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্যকে।
advertisement
7/7
ফলে চাকরিহারা যোগ্যদের পুরোপুরি স্বস্তি ফেরার জায়গা নেই বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। তবে যতদিন তাঁরা ক্লাস করাবেন, সেই সময়ের বেতন পেতে তাঁদের কোনও সমস্যা হওয়ার কথা নয় বলেও জানাচ্ছেন তাঁরা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
SSC Case: এসএসসি কাণ্ডে সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ! কিন্তু স্বস্তি পাচ্ছেন না চাকরিহারা শিক্ষকরা! মূল কারণ কী জানেন? কী বলছেন শিক্ষকরা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল