TRENDING:

SSC Case: কত জন অযোগ্যর তালিকা প্রকাশ করবে SSC? স্পষ্ট জানিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়! সুপ্রিম কোর্টে এসএসসি জানাল সবচেয়ে জরুরি তথ্য

Last Updated:
SSC Case: পরীক্ষার উপর যে কড়া নজর রাখছে কোর্ট, সে কথাও ফের মনে করিয়ে দেওয়া হয় আদালতের তরফে।
advertisement
1/8
কত জন অযোগ্যর তালিকা প্রকাশ করবে SSC? স্পষ্ট জানিয়ে দিলেন কল্যাণ! এসএসসি কাণ্ডে বড় মোড়
সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন জানাল, কোনও দুর্নীতিগ্রস্থ অযোগ‍্য প্রার্থী পরীক্ষায় বসতে পারবে না, "অন রেকর্ড"।
advertisement
2/8
এদিন এসএসসি পরীক্ষার দিন না পিছোলেও বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ ফের স্পষ্ট করে দিল, কোনও ভাবেই অযোগ‍্যরা ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষায় বসতে পারবে না। পরীক্ষার উপর যে কড়া নজর রাখছে কোর্ট, সে কথাও ফের মনে করিয়ে দেওয়া হয় আদালতের তরফে।
advertisement
3/8
একই সঙ্গে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের জন্য যে এসএসসি পরীক্ষা নেওয়া হবে, সেখানে এগজেম্পশন যেটা সর্বোচ্চ আদালতের তরফে দেওয়া হয়েছে, সেটা লাগু থাকবে।
advertisement
4/8
এদিন স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কল‍্যাণ বন্দ‍্যোপাধ‍্যায় আদালতকে জানান, অনলাইন আবেদনে যখনই কোনও অযোগ‍্য প্রার্থী নজরে আসছে, তাদের বাদ দেওয়া হচ্ছে। পরীক্ষার আগে এবং পরীক্ষার পরও দেখা হবে কোনও অযোগ‍্য প্রার্থী ভুলবশত পরীক্ষায় বসে গিয়েছেন কিনা।
advertisement
5/8
এর সঙ্গেই তিনি বলেন, এসএসসির তরফে ১৯০০-র মতো অযোগ্য প্রার্থীদের তালিকা ৭ দিনের মধ‍্যে তো বটেই, সম্ভব হলে শনিবারের মধ‍্যেই এসএসসির তরফে প্রকাশ করে দেওয়া হবে।
advertisement
6/8
শুনানির সঙ্গে সংশ্লিষ্ট সব আইনজীবীকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদন করেন, যদি এমন কোনও চিহ্নিত দুর্নীতিগ্রস্ত অ্যাডমিট কার্ড পেয়েছেন, যদি আপনারা জানতে পারেন তাহলে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট অন রেকর্ডকে চিঠি লিখে জানান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের উপর ভরসা রাখুন।
advertisement
7/8
প্রসঙ্গত, ৪৫ শতাংশ নম্বর পাওয়ার পর অনেকে নবম দশমের পরীক্ষার জন্য আবেদন করলেও একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য আবেদন করতে পারছেন না, এই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কয়েকজন চাকরি প্রার্থী। একই সঙ্গে অযোগ্যরা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন, এই অভিযোগও তোলা হয়। কমিশনের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সকলকেই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে।
advertisement
8/8
কোর্টের নির্দেশ, যারা আবেদন জমা দিতে পারেননি তারা ২ সেপ্টেম্বরের মধ্যে সশরীরে গিয়ে হার্ডকপি জমা দিয়ে আবেদন করতে পারবেন। এদিনও পরীক্ষা স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
বাংলা খবর/ছবি/কলকাতা/
SSC Case: কত জন অযোগ্যর তালিকা প্রকাশ করবে SSC? স্পষ্ট জানিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়! সুপ্রিম কোর্টে এসএসসি জানাল সবচেয়ে জরুরি তথ্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল