SSC নিয়ে শিক্ষকদের 'অর্ধনগ্ন' প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার! চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, আটক আন্দোলনকারীরা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
SSC Agitation: বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি যে আন্দোলনকারীরা 'অর্ধনগ্ন' প্রতিবাদ শুরু করছিলেন তাঁদের একে একে আটক করা হয়েছে। চাকরিহারাদের সঙ্গে পুলিশের কার্যত ধস্তাধস্তি চলে এই ধরপাকড়ের সময়।
advertisement
1/5

বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি যে আন্দোলনকারীরা 'অর্ধনগ্ন' প্রতিবাদ শুরু করছিলেন তাঁদের একে একে আটক করা হয়েছে। চাকরিহারাদের সঙ্গে পুলিশের কার্যত ধস্তাধস্তি চলে এই ধরপাকড়ের সময়।
advertisement
2/5
যদিও চাকরিহারাদের দাবি, তাঁরা কোনও রকম অশান্তি করেননি। শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ তাঁদের উপর অত্যাচার করে।
advertisement
3/5
অন্যদিকে পুলিশের কথায়, তাঁরা শালীনতা বজায় রাখছেন না। বিকাশ ভবন চত্বর একটি 'পাবলিক প্লেস'। তাই সেখানে এই ধরনের 'অর্ধনগ্ন' প্রতিবাদ করা যাবে না। .
advertisement
4/5
ডিসি বিধাননগর অনিস সরকার জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে যদি কোনও প্রতিবাদ কর্মসূচি হয় তাহলে তাঁদের কোনও আপত্তি নেই।
advertisement
5/5
কিন্তু চাকরিহারারা তা করছেন না। শালীনতা বজায় রাখছেন না। তাই এই ধরনের কোনও প্রতিবাদ কর্মসূচি বরদাস্ত করা হবে না।প্রতিবেদন : রৌনক দত্ত ও সুদীপ্ত সেন