শ্রীভূমি স্পোর্টিং-এর পুজোর থিম 'কেদারনাথ'! করোনা আবহে শুধুই পূণ্যের স্বাদ নাকি স্মৃতি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপ সেজে উঠবে 'কেদারনাথ' মন্দিরের আদলে।
advertisement
1/6

*কলকাতার দুর্গাপুজোয় যাঁরা 'প্যান্ডেল হপিং'-এ বের হন, তাঁদের অন্যতম ফেভারিট ডেস্টিনেশন অবশ্যই শ্রীভূমি স্পোর্টিং। ফি বছর মহালয়া পেরলেই লেকটাউন সেজে ওঠে অলোয় আলোয়। হরেক দোকানি পসরা সাজিয়ে নিয়ে বসেন। পুজোর গান, পুজোর গন্ধে ম ম করে শ্রীভূমি। আর শ্রীভূমির পুজো মানে অবশ্যই চমক। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*বাহুবলী থেকে পদ্মাবতের চিতোরের দুর্গ, কিংবা মৌর্য সাম্রাজ্যের সমৃদ্ধ মন্দির... একে একে স্থাপত্যের বহু অনন্য নিদর্শন স্থান করে নিয়েছে শ্রীভূমির থিমে। তবে এবারে করোনা আবহে এখনও পুজোর কাজ সেভাবে শুরু হয়নি। কিন্তু চমক থাকছেই।
advertisement
3/6
* এ'বছর শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপ সেজে উঠবে 'কেদারনাথ' মন্দিরের আদলে। ক্লাবের সাধারণ সম্পাদক দিব্যেন্দু কিশোর গোস্বামী বলেন, "পুজো অবশ্যই হবে। তবে কাজ শুরু হয়নি। কেদারনাথ মন্দিরের আদলে গড়ে উঠবে আমাদের মণ্ডপ।"
advertisement
4/6
*কেন 'কেদারনাথ' মন্দির? ২০১৯-এ মুক্তি পায় সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি কেদারনাথ। বক্স অফিসে সেই ছবি যথেষ্ট হিট। ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করেছেন সৈফ কন্যা সারা। এরপর জুনের ১৪ তারিখ মৃত্যু হয় সুশান্তের। তারপর থেকে এখনও রোজ সংবাদের শিরোনামে তিনি। তাই তাঁর স্মৃতিতেই কি এই মণ্ডপ ভাবনা?
advertisement
5/6
*যদিও এই ধারণা একেবারেই ঠিক নয় বলেই জানিয়েছেন শ্রীভূমি স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক। তিনি বলেন, "আমাদের মণ্ডপের একটা পাকাপাকি লোহার কাঠামো রয়েছে। এবারে অতিমারীর জন্য বিশেষ কিছু করা সম্ভব নয়। কিন্তু যে কাঠামো রয়েছে, তাতে কেদারনাথ মন্দিরের আদল দেওয়া যাবে সহজেই। তাই সেই কথা ভেবেই এই থিমের ভাবনা। তার সঙ্গে অভিনেতার মৃত্যু বা তাঁর অভিনীত ছবির কোনও সম্পর্ক নেই।"
advertisement
6/6
*এবারে করোনা অতিমারীর জেরে বন্ধ কেদারনাথ, বদ্রীনাথ যাত্রা। অনুমতি মেলেনি মানস সরোবর যাত্রারও। ফলে বহু পুণ্যার্থীর যাওয়ার কথা থাকলে, তা বাতিল হয়েছে। অনেকের পক্ষে আবার যাওয়াও সম্ভব নয় খরচের জন্য। সব মিলিয়ে এ'বছর পুজোয় কেদারনাথ ভ্রমণের অপূর্ণ সাধ কিছুটা হলেও মিটবে বলে আশা ক্লাব কর্মকর্তাদের।