TRENDING:

Srabanti Chatterjee: বিজেপি ছেড়ে হঠাৎ কেন তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে! সবচেয়ে বড় কারণ কী? স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শ্রাবন্তী! তুমুল শোরগোল

Last Updated:
Srabanti Chatterjee: টলিউডের মুখেদের মধ্যে এবার দেখা মিলল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। তারপর থেকেই ছড়ায় গুঞ্জন।
advertisement
1/6
বিজেপি ছেড়ে হঠাৎ কেন তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে! সবচেয়ে বড় কারণ কী? মুখ খুললেন শ্রাবন্তী
তারকা মুখ। অভিনেত্রী থেকে নেত্রী। বিজেপি ছেড়েছিলেন আগেই। এবার আবার ফিরে এলেন তৃণমূলের ঘরে। গত বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন তিনি। কিন্তু ভোটে পরাজিত হন। তার পর থেকেই বাড়তে থাকে বিজেপি-র সঙ্গে দূরত্ব।
advertisement
2/6
অবশেষে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেই বিজেপি ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী। বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন দীর্ঘদিন ধরেই। সেই তিনিই এবার ২১ জুলাইয়ের মঞ্চে।
advertisement
3/6
প্রতি বছরের মতো এ বারও ২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের একাধিক মুখ উপস্থিত ছিল। সঙ্গে টেলিভিশন অভিনেতা, অভিনেত্রীরাও। আর সেই মুখেদের মধ্যে এবার দেখা মিলল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। তারপর থেকেই ছড়ায় গুঞ্জন।
advertisement
4/6
২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত করে শ্রাবন্তী দাবি করেছিলেন, তৃণমূলের উপর তাঁদের আস্থা আছে। শ্রদ্ধা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর।
advertisement
5/6
এরপর একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে বলেন, ''আমি আগেও বলেছিলাম, এবারও বলব, আমি মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে সম্মান করি। ব্যক্তিগত পর্যায়ে সেই সম্মান কখনও কমেনি তাঁর উপর। ওঁর ডাকেই তাই ২১ জুলাইয়ে মঞ্চে গিয়েছি।''
advertisement
6/6
প্রতি বছরই একুশে জুলাইয়ের মঞ্চে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী উপস্থিত থাকেন। তাঁদের মধ্যে অনেকেই টিকিট পান। বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে তৃণমূলের মঞ্চে আসা শ্রাবন্তী কি এবার তৃণমূলের টিকিট পাবেন, সেই গুঞ্জন ছড়াচ্ছে একুশে জুলাইয়ের পর থেকেই।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Srabanti Chatterjee: বিজেপি ছেড়ে হঠাৎ কেন তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে! সবচেয়ে বড় কারণ কী? স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শ্রাবন্তী! তুমুল শোরগোল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল