Kolkata News: ট্যাক্সির উপর আঁকা হল ছবি, নতুন বছরের শুরুটা রং-তুলিতে মাতিয়ে দিল বিশেষভাবে সক্ষম শিশুরা, জমজমাট ক্যারাভান উইন্টার কার্নিভ্যাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সাধারণত কোনও কার্নিভাল সেজে ওঠে প্রফেশনাল শিল্পীদের হাতে। কিন্তু ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখল ক্যারাভান কার্নিভাল। বিশেষভাবে সক্ষম ছোট ছোট শিল্পীরাই আঁকছে, সাজাচ্ছে দক্ষিণ কলকাতার শীতের এই মেলা।
advertisement
1/6

নিউ ইয়ার গ্রিন্টিংস কার্ড এখন আর তেমন নেই। শুধু মোবাইলেই ই কার্ড নববর্ষের শুভেচ্ছা। তাই বিশেষ ভাবে সক্ষম শিশুরা আর আর্ট কলেজের শিল্পীরা মিলে শহরের দেওয়াল আর ট্যাক্সিতে আঁকল হ্যাপি নিউ ইয়ার গ্রিটিংস কার্ড৷ এই বিশেষ উদ্যোগে ছিল ক্যারাভান উইন্টার কার্নিভাল।
advertisement
2/6
বেলুন ওড়ানো, সঙ্গে তাদের পছন্দের কার্টুন ক্যারেক্টাররা জীবন্ত হয়ে ঘুরেল এই মেলায়। যুদ্ধ নয় শান্তি চাই, ২০২৬ নতুন বছর নিয়ে এমন অনেক উইশ লিখল বিশেষভাবে সক্ষম শিশুরা।
advertisement
3/6
অন্তরা, অঙ্কন, রত্না , শ্রমণা । ওরাই আঁকছে হলুদ ট্যাক্সির ওপর। ওরাই আঁকছে দেওয়ালে দেওয়ালে। ওরা বিশেষ ভাবে সক্ষম শিশু কিশোর কিশোরী। ওদের আঁকা ওদের সাজেই সেজে উঠছে দক্ষিণ কলকাতার ক্যারাভান কার্নিভাল।
advertisement
4/6
সাধারণত কোনও কার্নিভাল সেজে ওঠে প্রফেশনাল শিল্পীদের হাতে। কিন্তু ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখল ক্যারাভান কার্নিভাল। বিশেষভাবে সক্ষম ছোট ছোট শিল্পীরাই আঁকছে, সাজাচ্ছে দক্ষিণ কলকাতার শীতের এই মেলা।
advertisement
5/6
পারিশ্রমিক পাচ্ছে ওরা। সকলের অফুরন্ত ভালবাসা৷ বিধায়ক মেয়র পরিষদ দেবাশিস কুমারও হাত লাগলেন ওদের সঙ্গে। আনুষ্ঠানিক সূত্রপাত হল এভাবেই। দেবাশিস কুমার বললেন, অনুষ্ঠানের আসল সেলিব্রিটি ওরাই।
advertisement
6/6
শহর কলকাতায় নতুন বছর ২০২৬-এর শুরুটা হল একটু অন্যরকম ভাবে৷