খতিয়ে দেখা হল দক্ষিণ ২৪ পরগণার পরিস্থিতি, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল দেখা করল রাজ্যপালের সঙ্গে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রাজ্যপালের সঙ্গে বৈঠক, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল পরিদর্শন।
advertisement
1/5

#কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী অশান্তি কোথায় কোথায় হচ্ছে তা সরেজমিনে দেখার জন্যই রাজ্যে বৃহস্পতিবারই এসে পৌঁছেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চার সদস্যের প্রতিনিধিদল। কলকাতায় পৌঁছে প্রথমেই রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব দের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রকের এই বিশেষ দল। উত্তর ২৪পরগনার ভাটপাড়া তে নির্বাচন পরবর্তী অশান্তির জায়গাগুলি সরেজমিনে পরিদর্শন করেন তারা। অন্যদিকে শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনখড় এর সঙ্গে প্রায় এক ঘন্টা ৪০ মিনিট বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রকের এই বিশেষ দল।
advertisement
2/5
মূলত ভোট-পরবর্তী অশান্তি নিয়ে রাজ্যপালের কাছে যে যে অভিযোগগুলো বিরোধী দলগুলি তরফে জমা পড়েছে সেই সব অভিযোগ নিয়েই এই প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে বলেই রাজভবন সূত্রে খবর। পাশাপাশি সেই অঞ্চল গুলির তালিকা সম্পর্কে ও স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদল বিস্তারিত তথ্য নিয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই প্রতিনিধি দল দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন।
advertisement
3/5
দক্ষিণ ২৪ পরগনার বজবজ, সাতগাছিয়া বিধানসভার একাধিক অঞ্চলে ভোট পরবর্তী অশান্তি হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জমা পড়েছিল বলেই খবর। একাধিক জায়গায় বাড়ি ভাঙচুর দোকান ভাঙচুর করা হয়েছিল।
advertisement
4/5
শুক্রবার সেইসব এলাকায় কার্যত সরেজমিনে পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চার সদস্যের প্রতিনিধি দল। শুধু তাই নয় যে বাড়িগুলি ভাঙচুর হয়েছে সেই বাড়ি গুলিতে গিয়েও সেখানকার বাসিন্দা তথা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করে স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিশেষ দল। গ্রামবাসীরা অবশ্য প্রতিনিধি দল কে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন। গ্রামবাসীর তরফ সে অবশ্য নিরাপত্তা আশঙ্কা প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের কাছে। যদিও প্রতিনিধি দলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে তারা বিষয়টি দেখছেন।
advertisement
5/5
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদল বজবজ বিধানসভা বাওয়ালি এবং নোদাখালি থানার অন্তর্গত বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। পাশাপাশি সাতগাছিয়া বিধানসভার মধ্যে সাতগাছিয়া মোড় সংলগ্ন অঞ্চল, মোহনপুর হাট, সহ একাধিক অঞ্চল পরিদর্শন করেন তারা। দ্বিতীয়ার্ধে দক্ষিণ ২৪পরগনার ক্যানিং এর ও একাধিক অঞ্চল পরিদর্শন করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের এই প্রতিনিধি দলের। শনিবার উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর যাওয়ার কথা তাদের। সূত্রের খবর রবিবার ই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিশেষ প্রতিনিধি দল। Input- SOMRAJ BANDOPADHYAY