Russia Ukraine Crisis: ইউক্রেনে রুশ হামলা, ব্যাপক দাম বাড়ছে রান্নাঘরের এই দুই জিনিসের! আরও বাড়ার আশঙ্কা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Russia Ukraine Crisis: রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পরে দুদিনে অনেকটাই দাম বেড়েছে এই দুই তেলের। আরও দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
advertisement
1/5

ইউক্রেনে হামলা শুরু করে দিয়েছে রাশিয়া (Russia Ukraine Crisis)। একের পর এক শহরের আকাশে উড়ে বেড়াচ্ছে বোমারু বিমান। পথেঘাটে মানুষের নিথর দেহ। এই পরিস্থিতিতে হঠাৎ করেই সোয়াবিন তেল ও সানফ্লাওয়ার তেল, দুটোরই দাম বেড়ে গিয়েছে। কারণ এইসব তেলের ৭০% ইউক্রেন থেকে আমাদের দেশে আমদানি হয়।
advertisement
2/5
রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পরে দুদিনে অনেকটাই দাম বেড়েছে এই দুই তেলের। আরও দাম বাড়ার আশঙ্কা রয়েছে। সুযোগ বুঝে যুদ্ধের দোহাই দিয়ে কালোবাজারি শুরু হওয়ার আশঙ্কা দেখছে ব্যবসায়ীরা।
advertisement
3/5
তবে, শুধু সোয়াবিন তেল ও সানফ্লাওয়ার তেলই নয়, দাম বাড়ার আশঙ্কা রয়েছে একাধিক জিনিসের। রাশিয়া (Russia) বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের (Crude Oil) উৎপাদক দেশগুলির মধ্যে অন্যতম৷ ফলে আগামী কয়েদিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু আকাশছোঁয়া হতে পারে। যার প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের অর্থনীতির উপর।
advertisement
4/5
বিশেষজ্ঞদের আশঙ্কা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সিএনজি, পিএনজি-র মতো বাড়িতে ব্যবহৃত জ্বালানির দামও অনেকটাই বাড়তে পারে৷ শুধু তাই নয়, অপরিশোধিত তেলের দাম বাড়লে এলপিজি এবং কেরোসিনে ভর্তুকির পরিমাণও বাড়ানোর প্রয়োজন হতে পারে৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেই ভারতে পেট্রোল, ডিজেলের দাম চড়চড়িয়ে বেড়েছে৷ ফলে দাম বাড়তে পারে পেট্রোল ডিজেলের।
advertisement
5/5
রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারী দেশ৷ ইউক্রেন রয়েছে চার নম্বরে৷ ইউক্রেন থেকে বার্লিও গোটা বিশ্বে রফতানি করা হয়। ফলে এই যুদ্ধের ফলে গোটা বিশ্বে খাদ্যদ্রব্যেরও মূল্যবৃদ্ধি হতে পারে।