Sovan Baisakhi: বাড়িতে খুশির হাওয়া, বহু বছর পর সক্রিয় রাজনীতিতে শোভন, কালো পোশাকে ট্যুইনিং করলেন বৈশাখী, কীভাবে হল সেলিব্রেশন? রইল ছবি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সকলের পরনে ছিল কালো রং-এর পোশাক৷ চিরকাল রং মিলিয়ে পোশাক পরেন দু’জনেই৷ এবার এই বিশেষ মুহূর্তের জন্য তাঁরা বেছে নিয়েছিলেন কালো রং৷
advertisement
1/8

আবার সক্রিয় রাজনীতিতে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়৷ ‘নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনকেডিএ)-এর চেয়ারম্যান করা হল শোভন চট্টোপাধ্যায়কে।
advertisement
2/8
সাত বছর পর প্রশাসনিক দায়িত্বে ফিরলেন প্রাক্তন মেয়র৷ আসন্ন ২০২৬ এর নির্বাচনে তৃণমূলের হয়ে শোভন কী ভূমিকা নেন, এখন সেদিকেই তাকিয়ে সকলে।
advertisement
3/8
শোভন চট্টোপাধ্যায়ের এই নতুন দায়িত্বপ্রাপ্তির পর খুশির হাওয়া শোভন-বৈশাখীর সংসারে৷ শোভেনর এই কামব্যাকে তাঁর ফ্ল্যাটে হল সেলিব্রেশন৷
advertisement
4/8
কেক কেটে হল উদযাপন৷ একে অপরকে কেক খাইয়ে দিলেন শোভন ও বৈশাখী৷ ছিলেন বৈশাখীর মেয়েও৷
advertisement
5/8
সকলের পরনে ছিল কালো রং-এর পোশাক৷ চিরকাল রং মিলিয়ে পোশাক পরেন দু’জনেই৷ এবার এই বিশেষ মুহূর্তের জন্য তাঁরা বেছে নিয়েছিলেন কালো রং৷
advertisement
6/8
শোভন চট্টোপাধ্যায় দুঁদে রাজনীতিক৷ তিনি চিরকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নহধন্য৷ মাঝের কয়েক বছর তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন৷ ফের তাঁর ঘরওয়াপসি হল৷ ২০২৬-এ রাজ্যে নির্বাচন৷ সেই নির্বাচনে এমন দক্ষ রাজনীতিককে হাতছাড়া করতে চাননি তৃণমূল সুপ্রিমো৷ তাই এমন সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলের৷
advertisement
7/8
শোভনের এই নতুন দায়িত্বে দারুণ খুশি, তাঁর সুখ-দুঃখের সাথী, বৈশাখী৷ ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লিখলেন....
advertisement
8/8
"অভিনন্দন শোভন। তোমার সাফল্য, হাসি এবং শক্তি কামনা করি। তোমার রাজনৈতিক শোকবার্তা যারা লিখেছে তারা তোমাকে নতুন আলোয় নতুন করে সাজিয়ে তুলবে। আমি নিশ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী তোমার উপর যে আশা এবং বিশ্বাস স্থাপন করেছেন তা তুমি মিথ্যা বলবে না। আমরা জীবনের উত্থান-পতন দেখেছি। আমরা অপমান এবং আঘাত সহ্য করেছি। আমরা একসাথে হেসেছি এবং কেঁদেছি। আমাদের ভালবাসা এবং ধৈর্য আমাদের শক্তি। আমি নিশ্চিত তুমি এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং প্রমাণ করবে যে তুমি ছাই থেকে উঠতে পারো। পরিশেষে আমি নিশ্চিত, তোমার নম্রতা, সততা এবং নিষ্ঠা আমাদের সকলকে তোমার জন্য গর্বিত করবে। শোভান সবসময় মনে রাখবেন ভালবাসা হল সকল ধরণের ঘৃণা, বিদ্বেষ এবং উন্মাদনার উত্তর।"