Sovan Chatterjee Birthday: খুনসুটি, আলতো চুমু...! সোহাগে-আদরে শোভনের জন্মদিন পালন বৈশাখীর, ভাইরাল ছবি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sovan Chatterjee Birthday: মহুলের 'দুষ্টু'র জন্মদিন। তাই স্পেশ্যাল কেক অর্ডার করেছিল সে-ই। মধ্যরাতে তিনজনে মিলে সেই কেক কেটে শুরু হয় সেলিব্রেশন।
advertisement
1/10

*'ভালবাসার' জন্মদিন। এক মুহূর্তও নষ্ট করা যাবে না, তাই মধ্য রাত থেকেই শুরু হয়ে গিয়েছে উদযাপন। ফুল, বেলুন দিয়ে বাড়ি সাজিয়ে, কেট কেটে পালন হল প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিন।
advertisement
2/10
*ঠোঁটে মিশে যায় ঠোঁট। লজ্জায় রাঙা হয়ে ওঠেন দু'জনে। কেক কাটার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
3/10
*মহুলের 'দুষ্টু'র জন্মদিন। তাই স্পেশ্যাল কেক অর্ডার করেছিল সে-ই। মধ্যরাতে তিনজনে মিলে সেই কেক কেটে শুরু হয় সেলিব্রেশন।
advertisement
4/10
*দুষ্টু'র জন্মদিনে তাঁর সঙ্গে একটা ছবি না হলে হয়! তাই সেরকমই একটি ছবি শেয়ার করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
advertisement
5/10
*ফুলে সাজানো শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গোলপার্কের ফ্ল্যাট।
advertisement
6/10
*বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গালে চুম্বন এঁকে দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়।
advertisement
7/10
*বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মা অসুস্থ। বিশেষ দিনে গোলপার্কের ফ্ল্যাটে উপস্থিত ছিলেন তিনিও।
advertisement
8/10
*'দুষ্টু'কে কেক খাইয়ে দিচ্ছে তার 'দুষ্টু'।
advertisement
9/10
*জন্মদিনের আনন্দে উদ্ভাসিত শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
advertisement
10/10
*ফুল, উপহারে শোভন চট্টোপাধ্যায়কে ভরিয়ে দিয়েছে পরিবারের সদস্যরা।