Sovan Baisakhi: 'বার্থডে গার্ল' বৈশাখীকে জন্মদিনে কী উপহার দিলেন শোভন? বিচ্ছেদের পরের প্রথম উদযাপনে চমক...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sovan Baisakhi: ২৪ এপ্রিল ঠিক রাত ১২টায় মেয়ে আর শোভন চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে কেক কাটেন বৈশাখী। শোভনের কাছ থেকে উপহার হিসেবে কী পেয়েছেন?
advertisement
1/6

সোমবার ২৫ এপ্রিল ছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন বলে কথা, সেটাকে স্পেশ্যাল না করে তুললে চলে নাকি? আর দিনটা ধুমধাম করে পালন করতে বিশেষ উদ্যোগ যিনি নিয়েছিলেন তিনি আর কেউ নন, বিশেষ বন্ধু শোভন চট্টোপাধ্যায়। আগের দিন রাত ১২টা থেকেই শুরু হয়ে যায় সেলিব্রেশন। সেই উদযাপন চলে গোটা জন্মদিন জুড়েই। আর তার পরতে পরতে ছিল বিশেষ বিশেষ মুহূর্তের সমাহার।
advertisement
2/6
২৪ এপ্রিল ঠিক রাত ১২টায় মেয়ে আর শোভনকে পাশে নিয়ে কেক কাটেন বৈশাখী। শোভনের কাছ থেকে উপহার হিসেবে কী পেয়েছেন? বৈশাখীর কথায়, ‘আমার অস্তিত্বটাই তো শোভনরে দেওয়া’। আর শোভনের মতে, ‘প্রেজেন্স ইজ দ্য প্রেজেন্ট। অর্থাৎ এই যে একে-অপরের পাশে থাকে, এটাই তো আসল উপহার।
advertisement
3/6
মাসকয়েক আগেই আইনি বিচ্ছেদ হয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সেদিন শোভন জানিয়েছিলেন, বৈশাখী মুক্তির স্বাদ পেল। সেই মুক্তির স্বাদের আনন্দ নিতেই জুটিতে কি কাশ্মীর চলে গিয়েছিলেন এরপর? কাশ্মীরে ভ্যাকেশনের সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। এবার শোভন বৈশাখী চুটিয়ে উপভোগ করলেন জন্মদিনটা।ভরসার, ভালোবাসার, কাছের মানুষটিকে পাশে নিয়ে হল জন্মদিনের উদযাপন।
advertisement
4/6
কাশ্মীরে ভ্যাকেশনের সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। এবার শোভন বৈশাখী চুটিয়ে উপভোগ করলেন জন্মদিনটা।ভরসার, ভালোবাসার, কাছের মানুষটিকে পাশে নিয়ে হল জন্মদিনের উদযাপন।
advertisement
5/6
রাতে শোভন-বৈশাখীর গোলপার্কের ফ্ল্যাটে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন খুব ঘনিষ্ঠ কিছু বন্ধু। এর আগে প্রেমের মরশুমে কখনও ভিক্টোরিয়া তো কখনও প্রিন্সেপ ঘাটে দেখা গিয়েছিল এই জুটিকে যুগলে।
advertisement
6/6
‘মম চিত্তে’র তালে শোভনবাবুর চারপাশে ঘুরে ঘুরে নাচতে দেখা গিয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও। এই নিয়ে অবশ্য ট্রোলড হতে হয় তাঁদের। তবে তাতে কিছুমাত্র কমেনি তাঁদের প্রেমপর্বের উদযাপন। বিশেষ বন্ধুত্ব উদযাপনের কোনও সুযোগই হাতছাড়া করেন না তাঁরা। বৈশাখীর জন্মদিনেও দেখা গেল সেই ছবিই।