TRENDING:

Viral: গুঁড়ো গুঁড়ো বরফে ঢাকা ভিক্টোরিয়া, শ্যামবাজার! কলকাতার ছবি কাঁপাচ্ছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম

Last Updated:
Snowfall in Kolkata: ট্রাম চলছে সাদা বরফঢাকা ট্রাম লাইন দিয়ে। বরফে ঢাকা ট্যাক্সির হলুদ। কখনও কল্পনা করেছেন এই দৃশ্য? আপনি কল্পনা না করলেও এইসব ছবিই কাঁপাচ্ছে উত্তর থেকে দক্ষিণ।
advertisement
1/6
গুঁড়ো গুঁড়ো বরফে ভিক্টোরিয়া, শ্যামবাজার! কলকাতার ছবি কাঁপাচ্ছে উত্তর থেকে দক্ষিণ
কলকাতার রাস্তায় বরফ। ট্রাম চলছে সাদা বরফঢাকা ট্রাম লাইন দিয়ে। বরফে ঢাকা ট্যাক্সির হলুদ। কখনও কল্পনা করেছেন এই দৃশ্য? আপনি কল্পনা না করলেও এইসব ছবিই কাঁপাচ্ছে উত্তর থেকে দক্ষিণ।
advertisement
2/6
আর সেই বিচিত্র ছবি দেখতে দেখতে হেসে গড়িয়ে পড়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কলকাতায় তুষারপাতের কাল্পনিক সেই ছবি।
advertisement
3/6
তীব্র শীতের কাঁমড় ভারতজুড়েই। পারদপতন হচ্ছে কলকাতাতেও। কিন্তু তাই বলে বরফ? এ কী কল্পনা করা যায়? যে কলকাতার মানুষ দার্জিলিং, সিমলা, মানালি ছোটেন শীত পড়লেই সেই কলকাতাবাসী বরফ দেখছেন শ্যামবাজার মোড়ে? এমন ছবি দেখলে লোকে ভিমরি খাবে তো বটেই।
advertisement
4/6
অসম্ভবকে সম্ভব করেছেন অংশুমান চৌধুরীর নামে এক শিল্পী। আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করে ডিজিটাল তুলির টানে তিলোত্তমাকে সাদা চাদরে ঢাকলেন তিনি। কলকাতায় তুষারপাতের ছবিও শেয়ার করেছেন শিল্পী। ছবিতে দেখা যাচ্ছে, তুষারে ঢেকে আছে হাওড়া ব্রিজ, ট্রাম। বুধবার ছবিগুলি পোস্ট করার পর থেকেই রীতিমতো ভাইরাল
advertisement
5/6
নিজের পোস্টে অংশুমান চৌধুরী লিখেছেন, ‘ ভারি তুষারপাতের সময় নতুন ও পুরনো দিল্লি কেমন হবে? সব সময় ভাবতাম। আর এখন এআই আমাকে এটা দেখতে সাহায্য করেছে।'
advertisement
6/6
আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করে নিখুঁত। শিল্পকর্ম করেছেন তিনি। শুধু কলকাতা নয় দিল্লির বিখ্যাত ইন্ডিয়া গেট এবং পুরানো দিল্লির গলিতে একটি পুরানো গেটকে পরাবাস্তব নিয়ে গিয়েছেন তিনি। বরফে ঢাকা দুটি ছবি দেখে মনে হয় যেন সিনেমার দৃশ্য।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Viral: গুঁড়ো গুঁড়ো বরফে ঢাকা ভিক্টোরিয়া, শ্যামবাজার! কলকাতার ছবি কাঁপাচ্ছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল