Snake in KMC: কার্পেটে কেউটে ! আতঙ্কে তোলপাড় পুরসভা, তারপর কী ঘটল ?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বুধবার দুপুরে সাপ বিভ্রাটে কলকাতা পুরসভায় চাঞ্চল্য। একসঙ্গে হাজির হন বনদফতর ও চিড়িয়াখানার বনকর্মীরা।
advertisement
1/5

কার্পেটে কেউটে! তোলপাড় পুরসভা। বুধবার দুপুরে এই ঘটনায় কলকাতা পুরসভায় চাঞ্চল্য ছড়ায়। একসঙ্গে হাজির হন বনদফতর ও চিড়িয়াখানার কর্মীরা। কিন্তু আসল কাজটাই হয় নি। কারণ যে সাপের জন্য আসা তার দর্শনই পেলেন না বনকর্মীরা। তাই সেটা ‘কেউটে’, নাকি ‘ঘরকুনো হেলে’ জানাই হল না। তবে ভয় এখনও কাটেনি ৷ গেল কোথায় সেই সাপ?
advertisement
2/5
কলকাতা পুরসভায় অতীন ঘোষের অফিস ঘরে সাপের আতঙ্ক ছড়ায় এদিন ৷ বুধবার অতীন ঘোষের মেয়র পারিষদ হিসেবে স্বাস্থ্যবিভাগের অফিস ঘরে সাপের দেখা মিলেছে। অতীন ঘোষ এখন ডেপুটি মেয়রের সঙ্গে সঙ্গে মেয়র পরিষদ শাস্ত্রের দায়িত্বেও রয়েছেন। মেয়র পরিষদ শাস্ত্রের সেই পুরনো ঘর তন্নতন্ন করে খুঁজেও কোনও সাপ উদ্ধার করতে পারেননি বনদফতরের কর্মীরা।
advertisement
3/5
আজ, বৃহস্পতিবার ফের গোটা ঘর খতিয়ে দেখা হবে। পুরসভায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বুধবার বেলা ১২টা নাগাদ অতীন ঘোষের স্বাস্থ্যবিভাগের অফিস ঘরের মেঝের কার্পেটের উপরে সাপ দেখতে পান সেখানে থাকা পুরকর্মীরা। চিৎকার করে ছুটে ঘরের বাইরে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় পুরসভার সচিবালয়। বনদফতর ও চিড়িয়াখানায় ফোন করা হয়। চিড়িয়াখানা থেকে ছুটে আসেন বনকর্মীরা।
advertisement
4/5
দীর্ঘক্ষণ গোটা ঘরের বিভিন্ন জায়গা খতিয়ে দেখা হয়। কিন্তু, সাপের দেখা মেলেনি।পুরকর্মীরা জানাচ্ছেন, গোটা ঘরে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দেওয়া হয়েছে। সারাদিন ঘর বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার ফের ঘর খুলে দেখা হবে। সাপটি পাওয়া গেলে সেটি বনদফতর নিয়ে যাবে।
advertisement
5/5
তবে শতবর্ষ প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই পুরসভার বিল্ডিংয়ে সাপের আতঙ্ক নতুন ঘটনা নয়। এর আগেও সেখানে সাপের দেখা মিলেছে। একবার তো সাপ ধরাও পড়েছিল। পুরসভার একতলার এই ভিভিআইপি করিডোরে রয়েছে একাধিক মেয়র পরিষদের ঘর। মেয়র পারিষদের ঘর ছাড়াও ডেপুটি মেয়র অতীন ঘোষের নিজের বসার ঘরও রয়েছে এই করিডোরে। রয়েছে চেয়ারম্যান মালা রায় এবং মেয়র ফিরহাদ হাকিমের ঘরও।