Cyclone Sitrang || বরিশালে শুরু তাণ্ডব! তিনকোণা ও সন্দীপ দিয়ে বাংলাদেশ পার করবে সিত্রাং, গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Cyclone Sitrang || চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের মধ্যবর্তী এলাকায় বইছে ঝোড়ো হাওয়া।
advertisement
1/5

মধ্যরাতেই তিনকোণা দ্বীপপুঞ্জ এবং সন্দ্বীপ দিয়ে বাংলাদেশ উপকূল পার করবে ঘূর্ণিঝড় সিত্রাং।
advertisement
2/5
ল্যান্ডফলের সময় সর্বোচ্চ বাতাসের গতিবেগ হবে আনুমানিক ১০০ কিমি প্রতি ঘণ্টা৷
advertisement
3/5
বরিশালে ইতিমধ্যে শুরু হয়েছে তাণ্ডব৷ চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের মধ্যবর্তী এলাকায় বইছে ঝোড়ো হাওয়া।
advertisement
4/5
সিত্রাং আতঙ্কে প্রহর গুনছে বাংলাদেশ৷ একাধিক জেলায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা৷
advertisement
5/5
কলকাতায় বড় কোনও প্রভাব পড়বে না ঘূর্নিঝড় সিত্রাংয়ের৷ এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ যদিও শহর একেবারে ঝড়ের প্রভাব মুক্ত থাকবে, তেমন কথাও বলা চলে না৷ সোমবার সকাল থেকেই মুখ ভার ছিল কলকাতা শহর ও পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টিও হয় রবিবার রাত থেকেই৷