SIR Hearing: এবার লজিকাল ডিসক্রিপ্যান্সির আওতায় থাকা ভোটাররা পাবেন SIR শুনানির নোটিস! কাদের ডাকা হবে?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
SIR Hearing: আনম্যাপড ভোটারদের পর এবার লজিকাল ডিসক্রিপন্সি আওতায় থাকা ভোটারদের নোটিশ ইস্যু করার নির্দেশ জারি করল নির্বাচন কমিশন।
advertisement
1/5

আনম্যাপড ভোটারদের পর এবার লজিকাল ডিসক্রিপন্সি আওতায় থাকা ভোটারদের নোটিশ ইস্যু করার নির্দেশ জারি করল নির্বাচন কমিশন।
advertisement
2/5
আজ, অর্থাৎ মঙ্গলবার থেকেই নোটিশ ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্দেশ দেন জেলাশাসকদের।
advertisement
3/5
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে বর্তমানে লজিকাল ডিসক্রিপন্সির আওতায় রয়েছেন প্রায় ৯৪ লক্ষ ৪৯ হাজার জন ভোটার।
advertisement
4/5
লজিক্যাল ডিসক্রিপন্সিকে একাধিক ক্যাটাগরিতে ভাগ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। প্রত্যেকটি ক্যাটাগরিতেই থাকা ভোটারদের নোটিশ ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
5/5
তবে, বানানে ভুল থাকার কারণে হেয়ারিংয়ে আসতে হবে নাকি সেটা জানিয়ে দেওয়া হবে। আগামী ১৩ জানুয়ারি থেকে লজিক্যাল ডিসক্রিপন্সির আওতায় থাকা ভোটারদের শুনানি শুরু হবে।