TRENDING:

এলেন..., ভিজলেন.., জয় করলেন...! একুশের শহিদ দিবসের 'শুভ' বৃষ্টিতে 'চব্বিশের' চ্যালেঞ্জ মমতার!

Last Updated:
Shahid Diwas Mamata Banerjee: মাথায় মাথায় ছয়লাপ তখন ধর্মতলা। মঞ্চে তখন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তখনই প্রত্যাশিত অতিথির মতোই বৃষ্টির আগমন। বৃষ্টি শুরু হতেই মমতার ঘোষণা এই বৃষ্টি একুশের চেনা বৃষ্টি। শ্রাবণের এই বারিধারায় লুকিয়ে রয়েছে 'শুভ' বার্তা। কী সেই বার্তা? খোলসা করলেন ভাষণের শেষেই!
advertisement
1/7
এলেন..., ভিজলেন.., জয় করলেন...! একুশের বৃষ্টিতে 'চব্বিশের' চ্যালেঞ্জ মমতার!
মাথায় মাথায় ছয়লাপ তখন ধর্মতলা। মঞ্চে তখন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তখনই প্রত্যাশিত অতিথির মতোই বৃষ্টির আগমন। বৃষ্টি শুরু হতেই মমতার ঘোষণা এই বৃষ্টি একুশের চেনা বৃষ্টি। শ্রাবণের এই বারিধারায় লুকিয়ে রয়েছে 'শুভ' বার্তা।
advertisement
2/7
ভাষণ এগোতেই আরও স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো। বললেন এই বৃষ্টির 'শুভ' আগমনই বলে দিচ্ছে আজকের একুশেই লুকিয়ে আছে চব্বিশের জয়ের ইঙ্গিত।
advertisement
3/7
বৃষ্টিতে চুপচুপে ভিজে এদিন ধর্মতলায় একুশের শহিদ সভায় বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/7
কখনও ভিড় দেখে আবেগে ভাসলেন কখনও তাঁকে পাওয়া গেল চিরাচরিত আক্রমণাত্মক, প্রতিবাদী মেজাজে। একের পর এক ইস্যুতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি।​
advertisement
5/7
কখনও তাঁর মুখে শোনা যায় কেন্দ্রের বঞ্চনার তীব্র নিন্দা , কখনও আবার গর্জে ওঠেন মণিপুর প্রসঙ্গে। বার বারই শোনা যায় লোকসভায় মোদি হঠানোর চ্যালেঞ্জ।
advertisement
6/7
মহাজোট INDIA-র কাছে বিজেপির পরাজয় নিশ্চিত বলে দাবি করেন মমতা। তিনি বলেন, '২০২৪-এ INDIA-র কাছে পরাজয় নিশ্চিত বিজেপির। আরও খারাপ সময়, আরও হেনস্থা, আরও লাঞ্ছনা-বঞ্চনার দিন আসন্ন।'
advertisement
7/7
এদিন ভাষণের শেষেও বৃষ্টির কথা শোনা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। শাড়ির আঁচল দিয়ে মুখে আসা বৃষ্টির জল মুছতে মুছতেই ‘মা-মাটি-মানুষের’ নেত্রী সরাসরি ২০২৪ -এর লোকসভা নির্বাচনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন, “আজকের বৃষ্টিই বলে দিচ্ছে এই ২১ থেকেই ২৪-এর নতুন সৃষ্টি হবে।”
বাংলা খবর/ছবি/কলকাতা/
এলেন..., ভিজলেন.., জয় করলেন...! একুশের শহিদ দিবসের 'শুভ' বৃষ্টিতে 'চব্বিশের' চ্যালেঞ্জ মমতার!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল