Durga Puja 2023 Ahiritola: গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে প্যান্ডেল, আহিরিটোলার পুজোর ছবিতে চোখ ধাঁধিয়ে যাবে, ঘরে বসেই দেখুন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Durga Puja 2023 Ahiritola: ৮৪ তম বর্ষের মাতৃ আরাধনায় ব্রতী হতে চলেছেন। বহু প্রবীণ-নবীন যুবক যুবতীর অক্লান্ত প্রচেষ্টায় ‘আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি’ এক নবদিগন্তের দিকে এগিয়ে চলে।
advertisement
1/6

‘তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ’, যা নতুন রূপে বারবার ফিরে আসে তার সম্পর্কেই তো এমন কথা বলা যোয়। এমনই এক বিষয় নিয়ে আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এ বছরের পুজোর থিম ‘অবিনশ্বর’– আদি অজ অক্ষয়, অথাৎ যাঁর বিনাশ নেই।
advertisement
2/6
যিনি চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। এবছর মণ্ডপ তৈরি হয়েছে গুজরাতের সোমনাথ মন্দিরের অনুপ্রেরণায়। শিবের ১০৮ নাম ও শিবের স্রোত দিয়ে সাজানো হয়েছে এবছরের মণ্ডপ।
advertisement
3/6
স্বাধীন ভারতে এই মন্দির নির্মিত হয় এই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহযোগিতায়। সমস্ত ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে আবার নতুন রূপ দেওয়া হয় এই মন্দিরকে। যে মন্দির আজও স্বযত্নে রক্ষিত রয়েছে।
advertisement
4/6
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। এই পূজায় শিবের উপস্থিতি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বকে মাথায় রেখে এবছর মণ্ডপের বিষয়ে ভাবনা ও সজ্জা যথাসম্ভব শিবময় করে তোলা হয়েছে।
advertisement
5/6
১৯৪০ সালের পুণ্য তিথিতে ‘আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি’-র মাতৃবন্দনার সূচনা হয়। আজ তাঁরা ৮৪ তম বর্ষের মাতৃ আরাধনায় ব্রতী হতে চলেছেন। বহু প্রবীণ-নবীন যুবক যুবতীর অক্লান্ত প্রচেষ্টায় ‘আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি’ এক নবদিগন্তের দিকে এগিয়ে চলে।
advertisement
6/6
বর্তমানে এই শারদোৎসবের কান্ডারী হলেন শ্রী সুশান্ত কুমার সাহা। তাঁর নির্দেশনায় উত্তর কলকাতার বুকে শারদোৎসবের এক নব দিগন্তের উন্মোচিত হয়েছে। উদ্যোক্তাদের আশা, আগামী প্রজন্ম তাঁদের পূর্বসূরীর পদাঙ্ক অনুসরণ করে চলবে।