Weather Update: ঝড়, বৃষ্টির দাপট বাড়ছে আরও, আগামী ২৪ ঘণ্টাতেও দুর্ভোগ চরমে, হাওয়া অফিসের সতর্কতা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Weather Update:হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
advertisement
1/5

শুক্রবার সারা রাত হয়ে শনিবার সকাল, বৃষ্টি চলছেই রাজ্যের বিভিন্ন অংশে। বৃষ্টির দাপটে কার্যত ধুয়ে-মুছে যাওয়ার উপক্রম সবকিছু। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা ছিলই, তবে বর্ষা এমন দাপট দেখাবে, তা বোধহয় আশা করেননি অনেকেই। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা।
advertisement
2/5
শুক্রবারের পর শনিবার সকাল থেকেই ঝড়, বৃষ্টির ভয়ানক দাপট শুরু হয়। সকালে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়াও শুরু হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে।
advertisement
3/5
হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-য় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
advertisement
4/5
ইতিমধ্যে শুক্রবার একটি ট্রলারডুবির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য় শনিবারও সমুদ্রে মৎসজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আপাতত নিষেধাজ্ঞা রাখা হয়েছে নিরাপত্তার কারণে।
advertisement
5/5
অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। এই নিম্নচাপ বালাসোর ও সাগরদ্বীপের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করেবে শুক্রবার সন্ধ্যায়। উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে ছত্রিশগড় অভিমুখে এগিয়ে যাচ্ছে নিম্নচাপ। এর পর ক্রমশ দুর্বল হয়ে পড়বে এই নিম্নচাপ। এমনটাই জানিয়েছিলেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা।