President Election 2022: 'মিস্টার ব্যালট বক্স'-এর বিমানযাত্রা, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বাক্সের যাত্রার ছবি দেখলে অবাক হবেন
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
President Election 2022: এই মিস্টার ব্যালট বাক্সের জন্য একটি আলাদা আসনও বরাদ্দ করা হয়েছে।
advertisement
1/6

'মিস্টার ব্যালট বক্স!' টিকিটে লেখা হয় এমনই নাম। আর তার জন্য বরাদ্দ একটি আলাদা আসনও। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বাক্স একেবারে রাজকীয় নিরাপত্তায় বিভিন্ন রাজ্য থেকে পৌঁছয় দিল্লিতে, নিয়মটা এমনই। মঙ্গলবার সেই নিয়ম মেনে কলকাতা বিমানবন্দর থেকে উড়ল এ রাজ্যের ব্যালট বাক্স। (তথ্য ও ছবি - অনুপ চক্রবর্তী)
advertisement
2/6
মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে কড়া নিরাপত্তার মধ্যে এসে পৌঁছয় এ রাজ্যের ব্যালট বাক্স। নীল রঙ্গের সেই বাক্সের উপরে তালা, যা গালা দিয়ে বন্ধ করা। আর তার উপরে একটি সুটকেস, সেটিও বন্ধ করা তালা দিয়ে। দুটিই দড়ির বন্ধনে আবদ্ধ।
advertisement
3/6
সেই বাক্স ঘিরে রয়েছেন সরকারি আধিকারিকরা, রয়েছেন নিরাপত্তারক্ষীরাও। বিমাবন্দরের একটি ট্রলিতে রয়েছে সেই বাক্সটি।
advertisement
4/6
সেই বাক্সটিই বিমানবন্দরের সেই ট্রলিতে পাড়ি দিচ্ছে বিমানবন্দরের ভিতরে। উল্লেখ্য, এ রাজ্যের মোট ২৯১ জন বিধায়কের মতামত বন্দি রয়েছে এই বাক্সে। রয়েছে সাংসদেরও মতামত। সেটিই এবার রওনা দেবে দিল্লিতে।
advertisement
5/6
এ যেন একে বারে ভিআইপি ট্রিটমেন্ট। কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দরের ভিতর দিয়ে এই বাক্স পৌঁছে যাচ্ছে বিমানে ওঠার দিকে।
advertisement
6/6
আর এই মিস্টার ব্যালট বাক্সের জন্য একটি আলাদা আসনও বরাদ্দ করা হয়েছে। সেখানে রীতিমতো সিটবেল্ট বেধে দেওয়া হয়েছে বাক্সের উপর। এ বার বিমান আকাশে উড়লেই সেই বাক্স একটি আলাদা টিকিটের যাত্রী হয়ে পৌঁছবে রাজধানীতে।