বসে যাচ্ছে মাটি, ঘোর বিপদের মুখে কলকাতা! এবার বিজ্ঞানীদের ভয়ানক দাবি
- Published by:Suman Majumder
Last Updated:
Kolkata: অসময়ে বৃষ্টি, ঝড়! শীতকালে ঠাণ্ডা পড়ে না। গ্রীষ্মে প্রবল গরম। কলকাতা ভয়ঙ্কর বিপদের মুখে!
advertisement
1/6

অসময়ে বৃষ্টি। শীতে ঠাণ্ডা নেই। গ্রীষ্মে অসহ্য গরম। আবহাওয়ার এই খামখেয়ালি নিশ্চয়ই সবাই আজকাল খেয়াল করেন। বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। তার জেরে বেড়ে যাচ্ছে জলতল। আর এবার কলকাতাও নিরাপদ নয় বলে জানা যাচ্ছে।
advertisement
2/6
কলকাতা নিয়ে আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার রিপোর্ট বলছে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মাটি বসে যাচ্ছে।
advertisement
3/6
পরিবেশের ক্ষতি হয়, এমন কাজ এখন সারা বিশ্বে বেড়েছে অনেকটাই। বেশি মাত্রায় ভূগর্ভস্থ জল উত্তোলন চলছে। মাটির জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, মাটির জৈব প্রকৃতিও নষ্ট হচ্ছে। যার ফলে মাটি আলগা হচ্ছে ক্রমশ। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রের জল।
advertisement
4/6
জলতল যদি এভাবে বাড়তে থাকে তা হলে সারা বিশ্বের বিভিন্ন ব-দ্বীপগুলি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। বলছেন বিজ্ঞানীরা।
advertisement
5/6
ব্রহ্মপুত্র ও গঙ্গার দুটি শাখা নদী মিলে ২৫০ কিমি চওড়া বদ্বীপ গঠন করেছে। ফলে স্বাভাবিকভাবেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের বিপদও কম নয়।
advertisement
6/6
বিজ্ঞানীরা বলছেন, মাটি যত বসবে ততই জলতল বাড়ার আশঙ্কা বৃদ্ধি পাবে। আর তাতেই ঘনিয়ে আসতে পারে বড় বিপদ।