TRENDING:

Scientific Facts:কেন বলুন তো আমাদের পায়ের পাতা আর হাতের তালুতে লোম গজায় না? জানুন বৈজ্ঞানিক কারণ

Last Updated:
আমাদের সারা শরীরে লোম গজায়, কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন হাতের তালু এবং পায়ের পাতায় কখনও লোম বা চুল গজায় না? জানুন কী বলছেন বৈজ্ঞানিকরা
advertisement
1/5
কেন বলুন তো আমাদের পায়ের পাতা আর হাতের তালুতে লোম গজায় না? জানুন বৈজ্ঞানিক কারণ
আমাদের সারা শরীরে লোম গজায়, কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন হাতের তালু এবং পায়ের পাতায় কখনও লোম বা চুল গজায় না? জানুন কী বলছেন বৈজ্ঞানিকরা
advertisement
2/5
এই উত্তর খুঁজতে পেনসিলভিনিয়ার বিশ্ববিদ্যালয়ের একদল বৈজ্ঞানিক একটি গবেষণা চালান, যার বিষয়বস্তু ছিল, এটাই খতিয়ে দেখা কেন হাতের তালু ও পায়ের পাতায় চুল বা লোম গজায় না! পরীক্ষায় দেখা যায়, হাতের তালু ও পায়ের পাতায় থাকে একটি প্রাকৃতিক ইনহিবিটর যা WNT signalling pathway-কে আটকে দেয়। এই WNT signalling pathway-ই শরীরে লোম গজানো নিয়ন্ত্রণ করে এবং হেয়ার ফলিকল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
advertisement
3/5
হাতের তালু ও পায়ের পাতায় থাকা এই প্রাকৃতিক ইনহিবিটরগুলি এক জাতীয় প্রোটিন। এগুলিকে বলে Dickkopf 2 (DKK2)।
advertisement
4/5
গবেষক সারাহ মিলার জানান, গবেষণায় ইঁদুরের প্ল্যান্টার ত্বক বা পায়ের নীচের ত্বক থেকে যখন Dickkopf 2 (DKK2) প্রোটিন সরিয়ে নেওয়া হয়, সেখানে লোম গজাতে শুরু করে।
advertisement
5/5
খরগোশের উপরও একটি পরীক্ষা করা হয়। দেখা যায়, খরগোশের মধ্যে Dickkopf 2 (DKK2) প্রোটিন নেই, সেই কারণেই খরগোশের পায়ের পাতাতেও লোম রয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Scientific Facts:কেন বলুন তো আমাদের পায়ের পাতা আর হাতের তালুতে লোম গজায় না? জানুন বৈজ্ঞানিক কারণ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল