Scientific Facts:কেন বলুন তো আমাদের পায়ের পাতা আর হাতের তালুতে লোম গজায় না? জানুন বৈজ্ঞানিক কারণ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আমাদের সারা শরীরে লোম গজায়, কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন হাতের তালু এবং পায়ের পাতায় কখনও লোম বা চুল গজায় না? জানুন কী বলছেন বৈজ্ঞানিকরা
advertisement
1/5

আমাদের সারা শরীরে লোম গজায়, কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন হাতের তালু এবং পায়ের পাতায় কখনও লোম বা চুল গজায় না? জানুন কী বলছেন বৈজ্ঞানিকরা
advertisement
2/5
এই উত্তর খুঁজতে পেনসিলভিনিয়ার বিশ্ববিদ্যালয়ের একদল বৈজ্ঞানিক একটি গবেষণা চালান, যার বিষয়বস্তু ছিল, এটাই খতিয়ে দেখা কেন হাতের তালু ও পায়ের পাতায় চুল বা লোম গজায় না! পরীক্ষায় দেখা যায়, হাতের তালু ও পায়ের পাতায় থাকে একটি প্রাকৃতিক ইনহিবিটর যা WNT signalling pathway-কে আটকে দেয়। এই WNT signalling pathway-ই শরীরে লোম গজানো নিয়ন্ত্রণ করে এবং হেয়ার ফলিকল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
advertisement
3/5
হাতের তালু ও পায়ের পাতায় থাকা এই প্রাকৃতিক ইনহিবিটরগুলি এক জাতীয় প্রোটিন। এগুলিকে বলে Dickkopf 2 (DKK2)।
advertisement
4/5
গবেষক সারাহ মিলার জানান, গবেষণায় ইঁদুরের প্ল্যান্টার ত্বক বা পায়ের নীচের ত্বক থেকে যখন Dickkopf 2 (DKK2) প্রোটিন সরিয়ে নেওয়া হয়, সেখানে লোম গজাতে শুরু করে।
advertisement
5/5
খরগোশের উপরও একটি পরীক্ষা করা হয়। দেখা যায়, খরগোশের মধ্যে Dickkopf 2 (DKK2) প্রোটিন নেই, সেই কারণেই খরগোশের পায়ের পাতাতেও লোম রয়েছে।