School Holiday List: পড়ুয়াদের জন্য 'গ্র্যান্ড' সুখবর...! মার্চ মাসে নয় নয়দিন স্কুল-কলেজ ছুটি! মিলবে লং উইকেন্ড? দেখে নিন ছুটির তালিকা..
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
School Holiday List: স্কুলে স্কুলে মার্চে লম্বা ছুটি! শিবরাত্রিতেও বন্ধ থাকবে স্কুল-কলেজ? মিলবে 'লং উইকেন্ড'? দেখুন সম্পূর্ণ ছুটির তালিকা...
advertisement
1/10

ছুটি মানেই মহামজা। স্কুল কলেজ ছুটি থাকলে শিক্ষার্থীদের মতো খুশির জোয়ারে ভাসেন শিক্ষাকর্মী ও শিক্ষক শিক্ষিকারাও। অনেকেই চটপট বানিয়ে ফেলেন ছুটির প্ল্যান। কেউ বাড়ি বসে পরিবারের সঙ্গে কাটাতে চান ছুটি তো কেউ ভালবাসেন বেড়াতে।
advertisement
2/10
প্রতি বছরের প্রথম মাস জানুয়ারিতে শিক্ষার্থী-কর্মচারীদের অনেক ছুটি থাকে। পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে কোনও তেমন বড় উৎসব না থাকলেও কয়েকটি জেলায় স্থানীয় পরবের জন্য ছুটি মঞ্জুর করে থাকেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরা।
advertisement
3/10
তবে এই বছর একইসঙ্গে বাংলায় ছিল সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। ফেব্রুয়ারি মাসে তাই রবিবারের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ছুটির তালিকায় ছিল ১৪ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজা।
advertisement
4/10
১৯ ফেব্রুয়ারি শিবাজি জয়ন্তী এবং ২৪ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষেও দেশের কিছু কিছু এলাকায় স্কুল ছুটি ছিল এই মাসে।
advertisement
5/10
তবে, এই সরকারি ছুটিগুলি সারা দেশের সমস্ত রাজ্যের স্কুলগুলির তালিকায় আসেনি। আসেনি পশ্চিমবঙ্গের ছুটির লিস্টেও। এক্ষেত্রে স্কুল ছুটি ঘোষণা করা হয় শুধুমাত্র যে এলাকায় এই উদযাপন অনুষ্ঠিত হয়।
advertisement
6/10
তবে এই বছর মার্চ মাসে কিন্তু বাংলার শিক্ষার্থী-কর্মচারীদের জন্য রয়েছে সুখবর। ব্যাপক ছুটি থাকবে মাসজুড়ে। পয়লা মার্চ ৩রা রবিবার তাই সবার ছুটি এদিন। এর পরে, মহাশিবরাত্রি উপলক্ষে ছুটি থাকবে স্কুল কলেজে।
advertisement
7/10
মহাশিবরাত্রি উপলক্ষে ৮ মার্চকে সরকারি ছুটি ঘোষণা করেছে স্কুল শিক্ষা দফতর। কিন্তু পরের দিন শনিবার পড়ায় ওই দিন এই রাজ্যের সরকারি স্কুলগুলিতে হাফ ছুটি থাকবে নিয়মমাফিক।
advertisement
8/10
১০ মার্চ রবিবার আসায় ফের ছুটি। রবিবার পড়েছে ১৭ মার্চ এবং ২৪ মার্চও। ২৫ মার্চ ও ২৬ মার্চ থাকছে দোল ও হোলি উৎসব উপলক্ষে ছুটি। মানে আবার টানা দুদিন ছুটি।
advertisement
9/10
২৯ মার্চ গুড ফ্রাইডে উপলক্ষেও স্কুলগুলি বন্ধ থাকবে। ৩১শে মার্চ ফের একটি রবিবার। সবমিলিয়ে মার্চে মোট ৯ দিন ছুটি থাকছে রাজ্যের স্কুল কলেজে।
advertisement
10/10
৪টি সরকারি ছুটির পাশাপাশি ৫ দিন রবিবার চলে আসাতেই বেজায় খুশি ছাত্র ছাত্রীরাও। কিন্তু বোর্ড পরীক্ষা চলছে বলে স্কুলগুলি এই সময় ক্লাস সেভাবে হয় না। শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই ছুটি কাজেও লাগাতে পারবে আশা করা যায়।