Saugata Roy Hospitalized: ফের গুরুতর অসুস্থ সৌগত রায়, শ্বাসকষ্ট-বুকে ব্যথা-আচ্ছন্ন ভাব নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Saugata Roy Hospitalized: রবিবার দুপুরে আচমকা গুরুতর অসুস্থ বোধ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আচ্ছন্ন ভাব নিয়ে ভর্তি হন কলকাতার বেসরকারি হাসপাতালে। কী হয়েছে তাঁর?
advertisement
1/7

ফের অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর বয়স এখন ৭৭ বছর। দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
advertisement
2/7
রবিবার দুপুরে আচমকা গুরুতর অসুস্থ বোধ করেন তিনি। আচ্ছন্ন ভাব নিয়ে ভর্তি হন হাসপাতালে। গতকাল থেকেই তাঁর লুজ মোশন চলছিল বলে জানা গিয়েছে। এছাড়াও আগে থেকে স্নায়ুর সমস্যা ছিল।
advertisement
3/7
মস্তিষ্কের সিটি স্ক্যান করে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। এখনও পর্যন্ত প্রস্রাব আটকে থাকা চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের।
advertisement
4/7
৩০ এপ্রিল, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনও সৌগত রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওইদিন দিঘা নয়, আড়িয়াদহের বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ।
advertisement
5/7
গাড়ি থেকে নামার পর অসুস্থ বোধ করায় তৎক্ষণাৎ তাঁকে রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
advertisement
6/7
সেবারই পেসমেকার বসানো হয়েছিল সৌগত রায়ের। তারপর অবশ্য ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। কিন্তু রবিবার দুপুরে বাড়িতে থাকাকালীন ফের অসুস্থ বোধ করেন সৌগত রায়।
advertisement
7/7
তাঁর বুকে ব্যথা হয় বলে জানান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে তাঁকে নিয়ে যাওয়া হয় পার্ক স্ট্রিটের কাছে ওই বেসরকারি নার্সিংহোমে। জানা গিয়েছে, ডিমেনশিয়ায় ভুগছেন সৌগত রায়। আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর। অসংলগ্ন কথা বলছিলেন তিনি।