TRENDING:

Sanjay Roy RG Kar Convict: বোঝা দায় নৃশংস ধর্ষক-খুনি সঞ্জয়কে! কী এমন করল সে? পোশাক নিয়েই বা এল কে! জেল থেকে বেরিয়ে এল চমকে ওঠা তথ্য

Last Updated:
Sanjay Roy RG Kar Convict: প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, শনিবার দোষী সাব্যস্ত হওয়ার এবং সোমবার সাজা ঘোষণার আগে-পরে জেলের অন্দরে সে ছিল কার্যত নির্বিকার।
advertisement
1/7
বোঝা দায় নৃশংস সঞ্জয়কে! কী এমন করল সে? জেলে পোশাক নিয়েই বা এল কে! চমকাবেন
শাস্তি ঘোষণার দিনও শিয়ালদহ কোর্টে বিচারক অনির্বাণ দাসের এজলাসে নির্লিপ্ত ভঙ্গিতে দেখা গিয়েছিল আরজি কর-কাণ্ডে দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে। জেলে কেমন রয়েছে সঞ্জয়?
advertisement
2/7
সেখানেও কি একেবারে চুপচাপ নাকি কথাবার্তা বলছেন? কোর্টে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমের সামনে বা এজলাসে পুলিশের সঙ্গে টুকটাক বাক‍্য বিনিময়ে যে সঞ্জয় রাইকে দেখা গিয়েছে, সংশোধনাগারের অন্দরে সে যেন খোলসের ভিতরে গুটিয়ে বলে মত কারারক্ষীদের।
advertisement
3/7
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, শনিবার দোষী সাব্যস্ত হওয়ার এবং সোমবার সাজা ঘোষণার আগে-পরে জেলের অন্দরে সে ছিল কার্যত নির্বিকার।
advertisement
4/7
কারা আধিকারিকদের একাংশের মতে, ''সঞ্জয়ের আপাত নির্বিকার হাবভাবের মধ্যে একটা নাছোড় ভাবও আছে। মাপা কথাবার্তা। আবেগ লুকোতে জানে। মোটেই সরল সাদাসিধে আসামি বলা যায় না।''
advertisement
5/7
জেল সূত্রের খবর, সঞ্জয় রোজই চুপচাপ রাতের খাবার খেয়েছে। আগ বাড়িয়ে কাউকে কিছু বলা বা বেশি কথায় কারও প্রশ্নের জবাব দেওয়ায় তার কোনও বাড়তি উৎসাহ দেখা যায়নি। সোমবার বেশি রাতে কোর্ট থেকে ফিরেও সে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ে।
advertisement
6/7
সংশোধনাগারের অভ‍্যন্তরীণ সূত্রের খবর, কয়েক জন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের জন‍্য কয়েকটি পোশাক দিয়ে যায়। তবে তার বাড়ির লোকেদের সঙ্গে কয়েক মাসে সঞ্জয়ের কার্যত যোগাযোগ ঘটেনি বলেও সূত্রের খবর।
advertisement
7/7
প্রথম প্রথম পুলিশ হেফাজত থেকে জেলে আসার পর খানিক চেঁচামেচি করেছিল সঞ্জয়। তবে দিন যত গিয়েছে নিজেকে যেন খোলসের ভিতর ঢুকিয়ে ফেলেছে সে। জেল সূত্রে খবর, সঞ্জয়ের প্রতিদিনের কাজ, স্বভাব, আচার-আচরণ নোটবুকে নথিবদ্ধ করা হবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Sanjay Roy RG Kar Convict: বোঝা দায় নৃশংস ধর্ষক-খুনি সঞ্জয়কে! কী এমন করল সে? পোশাক নিয়েই বা এল কে! জেল থেকে বেরিয়ে এল চমকে ওঠা তথ্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল