TRENDING:

Sandip Ghosh Wife: এবার সন্দীপ ঘোষের স্ত্রীকে বদলি, আরজি কর থেকে কোথায় পাঠানো হল? নতুন পোস্টিংয়ের 'স্থান' ঘিরে তুমুল বিতর্ক

Last Updated:
Sandip Ghosh Wife: আরজি কর মেডিক্যাল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের সরকারি অধ্যাপক সঙ্গীতা ঘোষ।
advertisement
1/7
এবার সন্দীপ ঘোষের স্ত্রীকে বদলি, আরজি কর থেকে কোথায় পাঠানো হল? নতুন জায়গা ঘিরে বিতর্ক
আরজি কর কাণ্ডের মামলা চলাকালীন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে আরজি কর হাসপাতাল থেকে বেলেঘাটা আইডি-তে বদলির নির্দেশ দেওয়া হল। নিজের বাড়ির পাশের হাসপাতালেই বদলি ঘিরে চর্চা স্বাস্থ্য দফতরের অভ্যন্তরে।
advertisement
2/7
আরজি কর মেডিক্যাল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের সরকারি অধ্যাপক সঙ্গীতা ঘোষ। এবার তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে একই পদে বদলির নির্দেশ।
advertisement
3/7
এদিকে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি মামলায় কগনিজেন্স নিল আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত। তবে আরজি কর দুর্নীতি মামলায় এবার আদালতের কড়া ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই।
advertisement
4/7
আরজি কর দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের বিরুদ্ধেই বড় অভিযোগ। সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলদের বিরুদ্ধে সরকার চার্জগঠনের অনুমতি দেওয়ার পরও তা আদালতকে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ নিয়েই বৃহস্পতিবার আদালতের প্রশ্নের মুখে পড়ল সিবিআই। বিচারক বলেন, ‘আমি শোকজ করব… যা বলার তখন বলবেন’।
advertisement
5/7
কেন রাজ্য চার্জ গঠনের অনুমতি দেওয়া সত্ত্বেও আদালতকে তা জানানো হল না, তার কারণ জানতে চেয়ে সিবিআইকে এদিন শোকজ করেন আলিপুর আদালতের বিচারক। আদালতের পর্যবেক্ষণ, ২৭ তারিখ সরকার অনুমোদন দেয়। ২৮ তারিখ আপলোড হয়েছিল।
advertisement
6/7
কেন দু’দিন বিলম্ব করল সিবিআই তা নিয়ে কাল জবাবদিহি করতে হবে সিবিআইকে। সন্দীপ ছাড়াও আশিস পাণ্ডে, আবসর আলি, সুমন হাজরা ও বিপ্লব সিংহের বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছে আদালত।
advertisement
7/7
আরজি কর দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে ভর্ৎসনা আদালতের। ২৮ জানুয়ারি রাজ‍্য সরকারের কাছ থেকে কগনিজেন্স নেওয়ার অনুমোদন এসেছে, কেন দু’দিন পর আদালতে এলে কগনিজেন্সের আবেদন ও সরকারি অনুমোদনের কথা বলছে সিবিআই? এই প্রশ্ন তুলে সিবিআইকে তুলোধনা করে আদালত।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Sandip Ghosh Wife: এবার সন্দীপ ঘোষের স্ত্রীকে বদলি, আরজি কর থেকে কোথায় পাঠানো হল? নতুন পোস্টিংয়ের 'স্থান' ঘিরে তুমুল বিতর্ক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল