CBI-Sandip Ghosh: 'নার্কো' টেস্টে অ্যাল্যার্জি কেন সন্দীপের? আসল কারণ কী...? আদালতের 'বিস্ফোরক' সিবিআই
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
CBI-Sandip Ghosh: আদালতে জমা দেওয়া রিমান্ডে এই প্রথম বিষয়টি উল্লেখ সিবিআইয়ের। এমনটাই সূত্রের খবর।
advertisement
1/5

তথ্য গোপন করতেই কি নার্কো পরীক্ষায় অনীহা সন্দীপের? এমন প্রশ্ন তুলছে সিবিআই। আদালতে জমা দেওয়া রিমান্ডে এই প্রথম বিষয়টি উল্লেখ সিবিআইয়ের। এমনটাই সূত্রের খবর।
advertisement
2/5
একইসঙ্গে অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফে ‘না’ করে দেওয়ার বিষয়টিও আদালতে উল্লেখ করেছে সিবিআই। আদালতে সিবিআইয়ের অভিযোগ, ধর্ষণ ও খুনের মতো ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা হয়েছে। কেন লঘু করে দেখানোর চেষ্টা হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
3/5
এহেন একাধিক তথ্য প্রমাণ হাতে এসেছে সিবিআইয়ের এমনটাও দাবি তদন্তকারী দলের। এদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অস্টিয়োআর্থ্রাইটিস রোগে আক্রান্ত বলে আদালতে জানিয়ে তাঁর সুচিকিৎসার বন্দোবস্তের আর্জি জানানো হয়েছে।
advertisement
4/5
সোমবার সন্দীপের আইনজীবী বিচারকের কাছে এই আবেদন জানান। সন্দীপ এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। প্রসঙ্গত, সন্দীপ ঘোষ নিজেও এক জন অর্থোপেডিক সার্জন ছিলেন।
advertisement
5/5
উল্লেখ্য, আর জি করের আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরা, দেহরক্ষী আশরফ আলি খান এবং জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডেকে আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয় সোমবার। তবে আশিস ছাড়া বাকি চারজন ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করেন।