Royal Enfield Bullet old price: জানেন ১৯৮৬ সালে রয়্যাল এনফিল্ড বুলেটের দাম কত ছিল? হঠাৎ ভাইরাল বিল, দাম দেখলে চমকে উঠবেন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Royal Enfield Bullet old price: বাজারে বুলেট কিনতে গেলে ২ লাখের কম নয় দাম। কিন্তু জানেন কি ১৯৮৬ সালে বুলেট বাইকের দাম কত ছিল? আচমকাই ভাইরাল হয়েছে বুলেটের বিল।
advertisement
1/6

রয়্যাল এনফিল্ডের বাইক কেনা অনেকেরই স্বপ্ন থাকে। ঐতিহ্যের সঙ্গে গুণমান দুই ক্ষেত্রেই রয়্যাল এনফিল্ড যেন শেষ কথা।
advertisement
2/6
১০০ বছরেরও বেশি সময় ধরে ইতিহাসকে সঙ্গী করে ছুটে চলেছে রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ডের বুলেট অন্যতম প্রাচীন একটি বাইকের মডেল যা এখনও বাজারে রমরমিয়ে চলছে।
advertisement
3/6
বাজারে বুলেট কিনতে গেলে ২ লাখের কম নয় দাম। কিন্তু জানেন কি ১৯৮৬ সালে বুলেট বাইকের দাম কত ছিল? আচমকাই ভাইরাল হয়েছে বুলেটের বিল।
advertisement
4/6
ভাইরাল হওয়া ওই বিলটি অনুযায়ী, ২৩ জানুয়ারি ১৯৮৬ সালে বুলেটটি কিনেছিলেন এক বাইকার। সেই সময় বুলেট বাইকটির দাম পড়েছিল ১৮ হাজার ৫০০ টাকা।
advertisement
5/6
অর্থাৎ শেষ ৩৯ বছরে বুলেট বাইকের দাম বেড়েছে প্রায় ২০ গুণ। যদিও শুধু দাম বেড়ে যাওয়াই নয়, গাড়ির মডেলটিরও অনেক পরিবর্তন এনেছে বুলেট নির্মাণকারী সংস্থা ইচার মোটরস।
advertisement
6/6
এত দিন বাজারে ৩৫০ সিসির বাইক চললেও বাজারে খুব শিগগিরই আসছে ৬৫০ সিসির বুলেট। অপেক্ষায় দিন গুণছেন বুলেট ভক্তরা।