Tigress Zeenat Update: মাঝে মাঝে উঠে বসছে, কাটেনি আচ্ছন্ন ভাব, সকাল থেকে কী কী খেল জানেন বাঘিনী জিনাত? দেখা যাবে কি আলিপুর চিড়িয়াখানায়?
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Tigress Zeenat Update: রবিবার রাতেই, গ্রিন করিডর করে বাঁকুড়া থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হল ৩ বছরের বাঘিনী জিনাতকে৷ রবিবার রাত ১২ টা ১০ মিনিটে বিশেষ কনভয় করে কলকাতায় নিয়ে আসা হয় ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনীকে৷
advertisement
1/6

রবিবার রাতেই, গ্রিন করিডর করে বাঁকুড়া থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হল ৩ বছরের বাঘিনী জিনাতকে৷ (প্রতীকী ছবি)
advertisement
2/6
রবিবার রাত ১২ টা ১০ মিনিটে বিশেষ কনভয় করে কলকাতায় নিয়ে আসা হয় ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনীকে৷ এখনও আচ্ছন্ন ভাব পুরোপুরি কাটেনি বাঘিনী জিনাতের। মাঝে মাঝেই ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছে।(প্রতীকী ছবি)
advertisement
3/6
সিমলিপালের জঙ্গল ছেড়ে ৯ দিন ধরে জিনাত ঘুরে বেরিয়েছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার একাধিক জঙ্গলে। (প্রতীকী ছবি)
advertisement
4/6
মাঝে মাঝে উঠে সামান্য খাবার (মাংস) খেয়েছে বাঘিনী জিনাত। মোটের উপর সুস্থ আছে বলেই জানাচ্ছেন আলিপুর চিড়িয়াখানার চিকিৎসকেরা। গলার রেডিও কলার দিয়ে এখনও জিনাতকে মনিটর করছেন ওড়িশার বিশেষজ্ঞরা। (প্রতীকী ছবি)
advertisement
5/6
বিশেষ খাঁচার মধ্যেই মাঝে মাঝে উঠে বসছে জিনাত। আলিপুর পশু হাসপাতালে নিয়ে আসার পর থেকে ২৪ ঘন্টা এভাবেই পর্যবেক্ষণ করা হবে। (প্রতীকী ছবি)
advertisement
6/6
এখনও পর্যন্ত কোনও মেডিসিন দেওয়া হয়নি। শারীরিক অবস্থা এরকম থাকলে মেডিকেল বোর্ড গঠন না করে পশু হাসপাতালে চিকিৎসকেরাও পর্যবেক্ষণ করতে পারেন জিনাতকে। (প্রতীকী ছবি)