RG Kar Hospital: খাঁ খাঁ করছে গোটা হাসপাতাল, মুখ ফেরালেন রোগীরাও! চেনা আরজি করকে এখন চেনাই দায়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
RG Kar Hospital: শনিবার সকালে কার্যত শুনশান হাসপাতাল। নিরাপত্তা আরও জোরদার। মেন গেটে পরিচিতি পত্র দেখে ঢুকতে ছাড়পত্র দেওয়া হচ্ছে হাসপাতাল ক্যাম্পাসে। ইমারজেন্সি হিসেবে ব্যবহার হচ্ছে ট্রমা কেয়ার সেন্টার। সেখানেও রোগীর দেখা নেই।
advertisement
1/8

কিছুদিন আগেও যেই হাসপাতালে রোগীর ভিড় সামলাতে রীতিমতো বেগ পেতে হত, বর্তমানে কার্যত শুনশান সেই আরজি কর । শনিবার সকালে এমনই ছবি দেখা গেল হাসপাতালের।
advertisement
2/8
শনিবার সকালে কার্যত শুনশান হাসপাতাল। নিরাপত্তা আরও জোরদার। মেন গেটে পরিচিতি পত্র দেখে ঢুকতে ছাড়পত্র দেওয়া হচ্ছে হাসপাতাল ক্যাম্পাসে। ইমারজেন্সি হিসেবে ব্যবহার হচ্ছে ট্রমা কেয়ার সেন্টার। সেখানেও রোগীর দেখা নেই।
advertisement
3/8
ইমারজেন্সি, ট্রমা কেয়ার সেন্টার, ও পি ডি কার্যত শুনশান। কয়েকজন যারা এসেছেন তারাও পরিষেবা পাবেন কিনা আশঙ্কা রয়েছে। আইএমের ডাকা চিকিৎসকদের কর্ম বিরতিতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছবি।
advertisement
4/8
৯ অগাস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার করা হয় চিকিত্সক তরুণীর মৃতদেহ। বৃহস্পতিবারের সেই রাতের পর শুক্রবার সকাল থেকেই বদলে গিয়েছে আরজি করের চেনা ছবি। তারপরে ভাঙচুরের ঘটনায় আরও কড়াকড়ি ব্যবস্থা আরজি কর চত্বরে।
advertisement
5/8
চিকিত্সক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ধর্ষণ এবং খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়কে।
advertisement
6/8
চিকিত্সককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন হাসপাতালের আবাসিক চিকিৎসকদের সংগঠন। কলকাতা-সহ গোটা রাজ্যের চিকিত্সকরা বিক্ষোভ করেন। ঘৃণ্য ঘটনার প্রতিবাদে সারা ভারতজুড়ে কর্মবিরতির ডাক দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠনের আইএমএ-র।
advertisement
7/8
চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ‘মেয়েদের রাত দখল’ নামক কর্মসূচি চলছিল। বুধবার রাতে হওয়ার কথা ছিল এই কর্মসূচি। কথা মতোই পথে নামে প্রচুর মহিলা। সেই সময়েই আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালান একদল ব্যক্তি।
advertisement
8/8
তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), ওষুধের স্টোররুমও। এর জেরেও কার্যত ফাঁকা একসময় রাজ্যের অন্যতম প্রতিষ্ঠিত চিকিত্সাকেন্দ্র আরজি কর।