TRENDING:

RG Kar Case-Supreme Court: যেন 'রাজায়-রাজায় যুদ্ধ'! আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে হাই প্রোফাইল আইনজীবীদের লড়াই! কে কার হয়ে লড়ছেন? জানুন

Last Updated:
RG Kar Case-Supreme Court: সকলের নজর রয়েছে সুপ্রিম কোর্টের মঙ্গলবারের শুনানিতে একাধিক হাই প্রোফাইল আইনজীবীদের সওয়ালের দিকে।
advertisement
1/7
আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে হাইপ্রোফাইল সব আইনজীবীদের লড়াই!কে কার হয়ে লড়ছেন?
আরজি কর কাণ্ডে মঙ্গলবারের সুপ্রিম কোর্টের শুনানিতে এবার দেখা যেতে চলেছে কপিল সিব্বল-ইন্দিরা জয়সিং দ্বৈরথ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে আইনজীবী বদল করেছেন জুনিয়র ডাক্তাররা। গীতা লুথরার জায়গায় জুনিয়ার ডাক্তারদের তরফে সুপ্রিম শুনানিতে থাকতে চলেছেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিং।
advertisement
2/7
চিকিৎসকদের আর এক সংগঠন, ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল’-এর হয়ে সওয়াল করবেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়।
advertisement
3/7
অপরদিকে, কেন্দ্রীয় সরকার ও সিবিআই-এর হয়ে সওয়াল করছেন সিনিয়র আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতা। হাইকোর্ট-প্রশাসনের তরফে সিনিয়র আইনজীবী হিসেবে থাকছেন সঞ্জয় আর হেগরে।
advertisement
4/7
এদিকে, নির্যাতিতার পরিবারের তরফে সওয়াল করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, শামিম আহমেদ ও সিদ্ধার্থ মণ্ডল।
advertisement
5/7
আর অপরদিকে, রাজ্যের আইনজীবী হিসেবে থাকছেন কপিল সিব্বল, আস্থা শর্মা, সঞ্জয় বসু।
advertisement
6/7
এদিকে, হাইকোর্টে জনস্বার্থ মামলাকারী শুভেন্দু অধিকারীর আইনজীবী হিসেবে থাকছেন বাঁশুরী স্বরাজ। হাইকোর্টে আরেক জনস্বার্থ মামলাকারী বিজয় সিংঘলের আইনজীবী হিসেবে থাকছেন ফিরোজ ইদুলজি। হাইকোর্টে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী হিসেবে থাকছেন ফিরদৌস শামিম।
advertisement
7/7
সুপ্রিম কোর্টের আগের শুনানিতেই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। ডাক্তারদের মনে আস্থা ফেরাতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশনামাতেও সে কথা উল্লেখ করেছিল। আদালতের নির্দেশ ছিল, ডাক্তারেরা ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য। কিন্তু কর্মবিরতি এখনও চলছে জুনিয়র ডাক্তারদের। বারবার বৈঠকের পরিস্থিতি তৈরি হলেও তা এখনও হয়ে ওঠেনি। সোমবার ফের সেই সম্ভাবনা দেখা দিয়েছে। তবে, সকলের নজর রয়েছে সুপ্রিম কোর্টের মঙ্গলবারের শুনানিতে একাধিক হাই প্রোফাইল আইনজীবীদের সওয়ালের দিকে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
RG Kar Case-Supreme Court: যেন 'রাজায়-রাজায় যুদ্ধ'! আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে হাই প্রোফাইল আইনজীবীদের লড়াই! কে কার হয়ে লড়ছেন? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল