TRENDING:

RG Kar Case: আরজি কর কাণ্ডে এবার বিরাট ঘটনা! জুড়ে গেল এক জেরক্সের দোকানের নাম! কী করেছেন সন্দীপ ঘোষ জানেন? চার্জশিটে ভয়ঙ্কর দাবি সিবিআইয়ের

Last Updated:
RG Kar Case: সন্দীপ ঘোষের মদতে শুধু টেন্ডার কারচুপি নয়, টেন্ডারের বরাত পেতে লক্ষ টাকা ব‍্যয়ে তৈরি করা হয়েছে ভুয়ো নথিও, আরজি করে দুর্নীতির চার্জশিটে দাবি সিবিআইয়ের।
advertisement
1/7
আরজি কর কাণ্ডে এবার জুড়ল এক জেরক্সের দোকানের নাম! আরও চাপে সন্দীপ, চার্জশিটে লিখল সিবিআই
কলকাতা: আরজি করে দরপত্র ভরতে ভুয়ো ও জাল নথি তৈরি করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। চার্জশিটে এমনই উল্লেখ করেছে সিবিআই। সূত্রের খবর এমনই।
advertisement
2/7
সন্দীপ ঘোষের মদতে শুধু টেন্ডার কারচুপি নয়, টেন্ডারের বরাত পেতে লক্ষ টাকা ব‍্যয়ে তৈরি করা হয়েছে ভুয়ো নথিও, আরজি করে দুর্নীতির চার্জশিটে দাবি সিবিআইয়ের। আরজি করের টেন্ডার পেতে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিংহ ও সুমন হাজরা তৈরি করেছিলেন একাধিক ভুয়ো নথি।
advertisement
3/7
সন্দীপ ঘোষের নির্দেশেই ভুয়ো নথি ব্যবহার করে ভরেছিলেন দরপত্র। কীভাবে তৈরি হয়েছিল ভুয়ো নথি? চার্জশিটে সিবিআইয়ের দাবি, একাধিক ফার্মের লেটার হেড কপি পাঠানো হয়েছিল বিপ্লব সিংয়ের বাড়ির কাছের একটি জেরক্সের দোকানে।
advertisement
4/7
Amit xerox center and Book stall নামে ওই জেরক্সের দোকানের মালিক অমিত কুণ্ডুর কাছে কখনও সরাসরি, আবার কখনও হোয়াটস অ‍্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে বিভিন্ন ফার্মের লেটার হেড কপি। পার্থ রায় নামে এক ব‍্যক্তির মাধ‍্যমেও পাঠানো হয়েছে ওই সব নথি।
advertisement
5/7
অমিত সেগুলো স্ক‍্যান কপি করে ভুয়ো লেটার হেড ডিজাইন করে পাঠিয়ে দিয়েছিলেন আন্দুল রাজমাঠ এলাকার শৈবাল নামে এক ব‍্যক্তির কাছে। যার প্রিন্টিং প্রেস ছিল। সেখানে তৈরি হত সুমন ও বিপ্লবের সংস্থার নামে ভুয়ো নথি, লেটার হেড।
advertisement
6/7
এই ভুয়ো নথি তৈরি করে দেওয়ার জন্য অভিযুক্তরা হাওড়া বানিপুর এলাকার ইউকো ব্যাঙ্কের শাখার একটি অ‍্যাকাউন্ট থেকে ইউপিআই বা অনলাইন পেমেন্ট করেছিলেন। পার্থ রায় নামে ব‍্যক্তির মাধ্যমে নগদেও অমিত কুণ্ডুকে টাকা দেওয়া হয়েছিল বলে চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের।
advertisement
7/7
অমিত কুণ্ডু সিবিআইয়ের কাছে দেওয়া বয়ানে জানিয়েছে, ভুয়ো নথি তৈরি করে দেওয়ার জন‍্য সুমনের কাছে থেকে ১.৫ লাখ ও বিপ্লবের কাছে থেকে ১ লক্ষ টাকা পেয়েছিলেন। এই সমস্ত ভুয়ো নথি ব‍্যবহার করেই আরজি করে দরপত্র ভরেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ সুমন ও বিপ্লব।
বাংলা খবর/ছবি/কলকাতা/
RG Kar Case: আরজি কর কাণ্ডে এবার বিরাট ঘটনা! জুড়ে গেল এক জেরক্সের দোকানের নাম! কী করেছেন সন্দীপ ঘোষ জানেন? চার্জশিটে ভয়ঙ্কর দাবি সিবিআইয়ের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল