RG Kar Case Polygraph Test: বয়ানে অসঙ্গতি মিললেই পলিগ্রাফ, ১১ জনের পরীক্ষা শেষেও হল না আরজি কর কিনারা! এখনও কি ভরসা পলিগ্রাফেই
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
RG Kar Case Update: বয়ানে অসঙ্গতি মিললেই পলিগ্রাফ, ১১ জনের পরীক্ষা শেষেও হল না আরজি কর কিনারা! এখনও কি ভরসা পলিগ্রাফেই?
advertisement
1/9

বয়ানে অসঙ্গতি মিললেই করানো হচ্ছে পলিগ্রাফ টেস্ট। তার পরেও আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রাই বাদে আর কারা জড়িত, সে নিয়ে খোলেনি জট।
advertisement
2/9
ইতিমধ্যে সঞ্জয় রাই-সহ ১১ জনের করানো হয়েছে পলিগ্রাফ টেস্ট। তার পরেও অধরা খুনের মোটিভ। সাহায্য নেওয়া হচ্ছে ডিজিটাল এভিডেন্সের। এর পরেও তদন্ত থমকে একটি বিন্দুতেই।
advertisement
3/9
ষড়যন্ত্র ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার প্রাক্তন ওসি এবং প্রাক্তন অধ্যক্ষ গ্রেফতারের পরেও কেটেছে দু'সপ্তাহ। প্রাক্তন ওসির পলিগ্রাফও করাতে চাইছে সিবিআই । তারপরেও কি ভরসা পলিগ্রাফেই? উঠছে প্রশ্ন।
advertisement
4/9
এ বার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ পরীক্ষা করাতে চাইছে সিবিআই। আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিজিৎকে।
advertisement
5/9
ওই একই অভিযোগে গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর পলিগ্রাফ পরীক্ষা আগেই করিয়েছে সিবিআই। চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারেরও পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছে।
advertisement
6/9
যে ব্যক্তির পলিগ্রাফ টেস্ট হবে, তার শরীরের মূলত উপরের অংশে প্যারাফরমালডিহাইড নামে বিশেষ ধরনের নল লাগানো হয়। এই নলের সাহায্যে সংশ্লিষ্ট ব্যক্তির হৃদস্পন্দনের, নিঃশ্বাস প্রশ্বাসের গতি, শরীরের নড়াচড়া, রক্তচাপের মাপ গ্রাফ আকারে একটি মনিটরে ফুটে উঠবে৷ সেই গ্রাফের ওঠানামার উপরে নজর রাখবেন বিশেষজ্ঞরা৷
advertisement
7/9
পলিগ্রাফ টেস্টে কীভাবে প্রশ্ন করা হয়?যে ব্যক্তির পলিগ্রাফ টেস্ট হচ্ছে, প্রথমে মনোবিদরা তাঁকে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন৷ তার পর ধীরে ধীরে মামলা সংক্রান্ত প্রশ্ন শুরু করা হয়৷
advertisement
8/9
মিথ্যে বললে কীভাবে ধরা পড়ে?উত্তরদাতা সত্যি বলছেন না মিথ্যে, তা বুঝতে গ্যালভানিক স্কিন রেসপন্স টেস্ট করা হয়৷ উত্তরদাতা মিথ্যে বললে তাঁর ঘাম হবে, হৃদস্পন্দনও ওঠানামা করবে৷ একই সঙ্গে রক্তচাপ, নিঃশ্বাস প্রশ্বাসের গতিতেও বদল আসবে৷ এই সমস্ত মানদণ্ডের ওঠানামা দেখেই বিশেষজ্ঞরা নির্ধারণ করতে পারেন যে উত্তরদাতা সত্যি বলছেন না মিথ্যে৷ পলিগ্রাফ পরীক্ষার সংশ্লিষ্ট ব্যক্তির শরীরের হৃদস্পন্দন, রক্তচাপের মতো বিষয়গুলির ওঠানামা ভালভাবে বিশ্লেষণ করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করে তদন্তকারী অফিসারদের দেবেন বিশেষজ্ঞরা৷
advertisement
9/9
যে ১১ জনের পলিগ্রাফ ইতিমধ্যে করেছে সিবিআই অভিযুক্ত - সঞ্জয় রাই জুনিয়র ডাক্তার- গোলাম আজাম, অর্ক সেন, সৌমিত্র রায়, শুভদীপ সিংহ মহাপাত্র, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ , সিভিক ভলেন্টিয়র সৌরভ ভট্টাচার্য, এএসআই অনুপ দত্ত, সায়ন দাস, শুভাশিস মণ্ডল। এর পর তালিকায় টালার প্রাক্তন ওসি। কিন্তু এতেও কি হবে রহস্যের কিনারা?