RG Kar Case: 'আমি ক্ষমাপ্রার্থী', আরজি কর কাণ্ডে ক্ষমা চাইলেন বিনীত গোয়েল! হাইকোর্টে ঘটল বড় ঘটনা, কেন ক্ষমা চাইলেন বিনীত গোয়েল?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
RG Kar Case: বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পুলিশ অফিসারেদের এমন ঘটনায় যুক্ত হওয়াটা সম্মানের নয়।
advertisement
1/5

আরজি কর কাণ্ডে হাইকোর্টে স্বস্তি IPS অফিসার বিনীত গোয়েলের। নির্যাতিতার নাম বলে জোড়া জনস্বার্থ মামলায় চিঠিতে ক্ষমাপ্রার্থনা চেয়ে স্বস্তি বিনীত গোয়েলের।
advertisement
2/5
নির্যাতিতার নাম বলে ফেলার জন্য এই চিঠি। হাইকোর্টের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে চিঠি প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের।বিনীতের চিঠিতে সন্তুষ্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জোড়া জনস্বার্থ মামলার নিষ্পত্তি আদালতে।
advertisement
3/5
বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পুলিশ অফিসারেদের এমন ঘটনায় যুক্ত হওয়াটা সম্মানের নয়। রাজ্য পুলিশের ডিজি পুলিশ অফিসারেদের জুডিসিয়াল অ্যাকাদেমির মাধ্যমে প্রশিক্ষণের পদক্ষেপ করবে। যদি ইতিমধ্যেই প্রশিক্ষণ হয়ে থাকে, তাহলে আর প্রয়োজন নেই।
advertisement
4/5
IPS বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজি করের নির্যাতিতার পরিচয় সামনে আনার অভিযোগে মামলা হয়। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ক্ষমা চাইলেন বিনীত গোয়েল।
advertisement
5/5
চিঠিতে লিখলেন, ভারতীয় আইন মেনে চলা আমার প্রধান কর্তব্য। আমি এটা মেনেই চলি। কিন্তু সেদিন নির্যাতিতার নাম আমি অনিচ্ছাকৃত প্রকাশ্যে আনার জন্য ক্ষমাপ্রার্থী।'