RG Kar Case ED Raid: সন্দীপ অতীত...! সাতসকালে এবার কার বাড়িতে ইডি? র্যাডারে আর কারা? বিরাট বাহিনী নিয়ে পৌঁছল টিম
- Reported by:Arpita Hazra
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
RG Kar Case ED Raid:সকাল সকাল ইডি আধিকারিকরা পৌঁছে গেলেন উত্তর কলকাতার সিঁথিতে। কে থাকেন সেখানে? কার বাড়িতে পৌঁছল তদন্তকারী আধিকারিকরা? যা জানা গেল, চাঞ্চল্যকর।
advertisement
1/9

একদিকে আরজি কর কাণ্ডে আজ মঙ্গলবার সুপ্রিম শুনানি ঘিরে টান টান উত্তেজনা। অন্যদিকে আচমকা ফের শহরজুড়ে শুরু হল ইডির বিরাট তৎপরতা। আরজি কর হাসপাতালের সেমিনার রুমের খুন-ধর্ষণের ঘটনার পাশাপাশি নজরে দুর্নীতি মামলা।
advertisement
2/9
সকাল সকাল ইডি আধিকারিকরা পৌঁছে গেলেন উত্তর কলকাতার সিঁথিতে। কে থাকেন সেখানে? কার বাড়িতে পৌঁছল তদন্তকারী আধিকারিকরা? যা জানা গেল, চাঞ্চল্যকর।
advertisement
3/9
সূত্রের খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সুদীপ্ত রায়ের বাড়িতে এবার পৌঁছল ইডি। কিছু দিন আগে সিবিআই এর টিম গিয়েছিল এই সুদীপ্তর বাড়ি। এবার পৌঁছল ইডি। ইডির তদন্তকারী আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
advertisement
4/9
হেলথ রেক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, একাধারে তৃণমূল বিধায়ক ও স্বাস্থ্য কর্তা সুদীপ্ত রায় দুটি মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, একাধিক পদ সামলেছেন এই বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়।
advertisement
5/9
আর জি করে দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি। শহর জুড়ে ছয় ছয়টি জায়গায় হানা দিয়েছে ইডির টিম। পৌঁছয় একাধিক স্বাস্থ্য আধিকারিকের বাড়িতে।
advertisement
6/9
সুদীপ্ত রায় ছাড়াও সন্দীপ জৈনের বাড়িতে পৌঁছেছে ইডির টিম। মেডিক্যাল সরঞ্জামের কন্ট্রাক্টার হিসেবে কাজ করতেন এই সন্দীপ জৈন।
advertisement
7/9
সন্দীপ জৈনের বাড়ি ছাড়াও তাঁর আবাসনের গ্রাউন্ড ফ্লোরের অফিসে তল্লাশি চলছে সকাল থেকেই। এছাড়াও চৌরঙ্গী লেনে আরও একটি বাড়ি রয়েছে সেখানেও তল্লাশি চলছে বলে সূত্রের খবর।
advertisement
8/9
প্রসঙ্গত, আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করার কথা তদন্তকারী দল সিবিআই-এর। তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করেই প্রকাশ্যে উঠে এসেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুর্নীতির একাধিক কীর্তির অভিযোগ।
advertisement
9/9
খুন-ধর্ষণের পাশাপাশি এই মুহূর্তে স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক দুর্নীতি নিয়েও জোরকদমে তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। ইতিমধ্যেই এই ঘটনায় সন্দীপ ঘোষের বাড়ি-সহ একাধিক জায়গায় দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি ও সিবিআই। তদন্তের মোড় কোনদিকে এগোয় সেটাই দেখার।