TRENDING:

Restriction in Huge Hospital Bill: হাসপাতালে ভর্তি মানেই পকেট ফাঁক! মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর এটা হতে দেবে না, আনছে নতুন বিল, প্যাকেজের বাইরে একটা পয়সাও নয়

Last Updated:
Restriction in Huge Hospital Bill: বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে স্বচ্ছতা বজায় রাখতে চায় সরকার।
advertisement
1/5
হাসপাতালে ভর্তি মানেই পকেট ফাঁক! মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর এটা হতে দেবে না, নতুন বিল
কলকাতা: বেসরকারি হাসপাতালের ‘অতিরিক্ত’ বিলে লাগাম টানতে বড় পদক্ষেপ রাজ্যের, চলতি অধিবেশনেই পেশ হতে চলেছে সংশোধনী বিল।বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে বিলে স্বচ্ছতা বজায় রাখতেই এই সংশোধনী আনছে সরকার। জানা গিয়েছে, সংশোধনী বিলে উল্লেখ থাকবে, রোগীর পরিবারকে যে প্যাকেজের কথা বলা হবে, সেটাই নিতে হবে। Photo- Representative (Meta AI)
advertisement
2/5
হাসপাতালে ভর্তি মানেই পকেট ফাঁক! মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর এটা হতে দেবে না, নতুন বিল
চিকিৎসা চলাকালীন প্যাকেজ ছাড়িয়ে গেলে রোগীর পরিবারকে তা জানাতে হবে এবং তাদের লিখিত সম্মতি নিতে হবে। অতিরিক্ত খরচের বিশদ খতিয়ান ও যুক্তি সহ ব্যাখ্যা দিতে হবে। সংশোধনী বিলটি বিধানসভায় পাশ হওয়ার পর রাজ্যপাল সই করলে তা আইনে পরিণত হবে।
advertisement
3/5
ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে নথিভুক্ত থাকা হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার-সকলেই এই নতুন আইনের আওতায় আসবে। আইন না মানলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ করবে প্রশাসন।ছোটখাটো অপারেশনের ক্ষেত্রেও প্যাকেজের বাইরে বাড়তি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কোনও রোগীর নির্দিষ্ট রোগের চিকিৎসা চলাকালীন আনুষঙ্গিক অন্যান্য রোগের চিকিৎসা সংক্রান্ত বিল প্যাকেজের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগী বা তার বাড়ির লোকজন সময়মতো তা জানতেও পারছেন না। Photo- Representative
advertisement
4/5
বিল মেটাতে গিয়ে মাথায় হাত পড়ছে তাঁদের। এর পাশাপাশি অপ্রয়োজনে আইসিইউ, ভেন্টিলেশনে রোগীকে রেখে দিয়ে বিল বাড়ানোর মতো অভিযোগ তো আছেই। প্রস্তাবিত বিল আইনে পরিণত হওয়ার পর এসব ক্ষেত্রে আম জনতা প্রভূত সুবিধা পাবে এবং তাঁদের দুর্ভোগ কমবে বলে আশাবাদী সরকার। হাসপাতালের তরফে নানা যুক্তি দেখানো হয়। Photo- Representative
advertisement
5/5
কখনও বলা হয়, নির্দিষ্ট রোগের চিকিৎসায় আনুষঙ্গিক খরচের ফলেই বাড়তি বিল। কখনও ব‍লা হয়, ওই রোগের চিকিৎসা করতে গিয়ে আরও কিছু সমস্যা নজরে আসায় বাড়তি টেস্ট করা হয়েছে।হাসপাতালের তরফে নানা যুক্তি দেখানো হয়। কখনও বলা হয়, নির্দিষ্ট রোগের চিকিৎসায় আনুষঙ্গিক খরচের ফলেই বাড়তি বিল। কখনও ব‍লা হয়, ওই রোগের চিকিৎসা করতে গিয়ে আরও কিছু সমস্যা নজরে আসায় বাড়তি টেস্ট করা হয়েছে। Input- Abir Ghosal
বাংলা খবর/ছবি/কলকাতা/
Restriction in Huge Hospital Bill: হাসপাতালে ভর্তি মানেই পকেট ফাঁক! মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর এটা হতে দেবে না, আনছে নতুন বিল, প্যাকেজের বাইরে একটা পয়সাও নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল