Rath Yatra 2022: পুরীর ভোগ কলকাতার রথযাত্রায়! সবুজ মুগ ডাল-গোবিন্দ ভোগ চালে জগন্নাথের মহাভোজ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rath Yatra 2022: উত্তর কলকাতায় রথযাত্রা উপলক্ষে পুরীর মতো ভোগের আয়োজন করা হয়েছে। আর দক্ষিণ কলকাতায় শিশু-কিশোরদের তিনতলা রথ বিতরণ পর্ব চলছে। এই দুই উদ্যোগের পেছনের কারিগর কলকাতা পৌরসভার দুই কাউন্সিলর।
advertisement
1/9

শুক্রবার রথযাত্রা উপলক্ষে কলকাতায় মহা সমারোহ। এরইমধ্যে পুরীর ভোগের স্বাদ এবার কলকাতার রথে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে শহরে। আগেই পুরী থেকে পান্ডারা চলে এসেছেন। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল ভান্ডারা। জগন্নাথ দেবের জন্য তৈরি হবে, রথযাত্রা স্পেশাল খিচুড়ি।
advertisement
2/9
উত্তর কলকাতায় রথযাত্রা উপলক্ষে পুরীর মতো ভোগের আয়োজন করা হয়েছে। আর দক্ষিণ কলকাতায় শিশু-কিশোরদের তিনতলা রথ বিতরণ পর্ব চলছে। এই দুই উদ্যোগের পেছনের কারিগর কলকাতা পৌরসভার দুই কাউন্সিলর।
advertisement
3/9
কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউত আয়োজন করেছেন জগন্নাথ পুজোর। শুধুমাত্র জগন্নাথের জন্যই পুরীর রথের আদলে তৈরি হয়েছে মন্দির। সেখানে শুধুমাত্র জগন্নাথ দেবের পূজা হবে। আর সেই জন্য পুরী থেকে পান্ডারা এসেছেন রান্না করতে।
advertisement
4/9
উদ্যোক্তা অনিন্দ্য কিশোর রাউত জানান, ঠিক যেভাবে জগন্নাথ দেবের জন্য ভোগ রান্না হয় সেই রকম উপাদানেই খিচুড়ি ভোগ তৈরি হবে। সবুজ মুগ ডাল এবং গোবিন্দ ভোগ চালে তৈরি হবে রথযাত্রার পূণ্য লগ্নে জগন্নাথ দেবের খিচুড়ি ভোগ।
advertisement
5/9
শুধু খিচুড়ি ভোগ নয়, ঘী আর নারকেল দিয়ে তৈরি হবে ডালনা, পটল এবং রায়তা।
advertisement
6/9
উল্টোডাঙ্গা ক্যানেল ইস্ট রোডে এখন জগন্নাথ দেবের ভান্ডারার আয়োজন। রথযাত্রার দিন সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোগ রান্নার আয়োজন।
advertisement
7/9
কলকাতা পুরসভার দক্ষিণের যোধপুর পার্কের কাছে গোবিন্দপুর প্রদীপ সঙ্ঘ। পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের উপস্থিতিতে রথের আগেই রথের উৎসব। ১০১ জন শিশু-কিশোরের হাতে তুলে দেওয়া হল তিন তলা রথ।
advertisement
8/9
সেই তিন তলা রথে জগন্নাথ দেবের বিগ্রহ বসানো আছে। সেই রথ নিয়ে ছোটরা যোধপুর পার্কে শুক্রবার রথযাত্রা উৎসবে শামিল হবে। এই রথের আগে রথ উৎসবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার চেয়ারপারসন মালা রায় ও রাজবিহারী বিধানসভার বিধায়ক দেবাশিস কুমার।
advertisement
9/9
রথযাত্রার আগেই ১০১ শিশু-কিশোরকে তিন তলা রথ ও জগন্নাথ দেবের বিগ্রহ বিতরণ করা হয় যোধপুর পার্কে। রথযাত্রা উপলক্ষে মা দুর্গার খুঁটি পুজো শুরু কলকাতা জুড়ে বিভিন্ন ক্লাবগুলিতে। কেউ আবার রথযাত্রার পূণ্য লগ্নে খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে চক্ষুদানের অঙ্গীকারও করছেন। আবার কেউ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। সবমিলিয়ে উৎসবের মেজাজে সপ্তাহশেষের এক মেঘলা দিন কাটাচ্ছে কলকাতা।