Ratanti Kali Puja In Dakshineswar: গঙ্গাপাড়ে আরতি, দক্ষিণেশ্বরের মন্দিরে রটন্তী কালীপুজো, সন্ধ্যারতিতে বিপুল ভক্ত সমাগম
- Published by:Arjun Neogi
Last Updated:
Ratanti Kali Puja In Dakshineswar: পাশাপাশি মন্দির প্রাঙ্গণেই ভক্তিগীতি ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে
advertisement
1/6

শুক্রবার রটন্তী কালীপুজোর দিন ৷ দক্ষিণেশ্বরের গঙ্গাপাড়ে মহাসমারোহ ও গঙ্গারতির আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ ৷ গোধূলিবেলার আরতির নাম দেওয়া হয়েছে মাতৃবন্দনা ৷
advertisement
2/6
পুরুষ মহিলা মিলে মোট ১৪ জনের নির্দিষ্ট দল থাকে ৷ মন্ত্রোচারণ করে মাতৃবন্দনা ও আরতি করা হয়৷ মূল শাস্ত্রীয় সঙ্গীত ও ভক্তিমূলক গানের আয়োজন করা হয়ে থাকে ৷
advertisement
3/6
আগামিকাল অর্থাৎ শনিবার এই বছরের রটন্তী কালীপুজো ৷ দক্ষিণেশ্বরের মন্দিরের সভাপতি কুশল চক্রবর্তী জানিয়েছেন ১৬০ বছরের দীর্ঘ যাত্রায় তিনটি কালীপুজোই হয় ৷
advertisement
4/6
দীপান্বিতা ফলহারিনি ও রটন্তী কালীপুজো হয়ে থাকে ৷ করোনা সংক্রামণের আগে এমনই সমস্ত পরিকল্পনা ছিল এবার থেকে তাও শুরু হচ্ছে ৷
advertisement
5/6
শুক্রবার গোধূলিবেলায় সন্ধ্যারতি হয় ৷ সন্ধে ৭টায় ভক্তিগীতি ও শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ৷ রাত ৯টায় রটন্তী কালীপুজো ৷ মূল মন্দিরের দরজা ভক্তদের জন্য রাত ১১টায় বন্ধ হয়ে যাবে ৷
advertisement
6/6
কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বর ও বেলুড় মঠে বড় করে গঙ্গারতি করার ইচ্ছাপ্রকাশ করেন ৷