রাজীব কি বিজেপিতে যাচ্ছেন? সাবধানী মন্তব্যে বুঝিয়ে দিলেন আগামী দিনে কোন পথে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
জনতার মনে জমেছিল প্রশ্নগুলি। ধরে ধরে উত্তর দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন আগামী দিনে কোন পথে। এখানে রইল রাজীবের বাছাই মন্তব্য।
advertisement
1/5

রাজীব কী ভবিষ্যতে বিজেপিতে যাবেন- গণতন্ত্রে মানুষ শেষ কথা। স্বাধীন ভাবে আমরাও কাজ করতে চাই। আশা করি আপনারা বুঝেছেন আপনারা আমি আগামী দিনে কি করতে চাইছি। রাজীব বন্দোপাধ্যায়ের পদের মোহ নেই। মানুষের জন্য কাজ করতে গিয়ে যেটা দরকার সেটা করব।
advertisement
2/5
নীচুতলার ক্ষোভ- আমি ভালো কাজ করতে পেরে আনন্দিত হয়েছি। প্রতিবন্ধকতার জন্য দূরে ঠেলে দেওয়ায় আহত হয়েছি। তখন ক্ষোভ জন্মেছে। তখন আপনাদের সাথে শেয়ার করেছি। আমি কর্মীদের দুঃখ, হতাশা বুঝি। তাদের প্রাধান্য দিই। জেলায় গিয়ে, আমি নিজের বিধানসভা এলাকায় গিয়ে তাঁদের কথা বলি। তাদের প্রাপ্য সম্মানের কথা বলা অন্যায় নয়৷
advertisement
3/5
মানুষের রায়- আপনাদের মনের কথা আমায় জানান। আমার পথ চলতে সুবিধা হবে। ২০২১ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের বিশ্বাস করি।
advertisement
4/5
দলের প্রতি আনুগত্য- দল যখন যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সাথে পালন করেছি। দলীয় কার্যালয়ে যখন বসতে বলল, আমি ঘন্টার পর ঘন্টা বসেছি। প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনেছি। যখন যা দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে করেছি। আমার চেষ্টায় ত্রুটি ছিল না।
advertisement
5/5
হাওড়া নিয়ে কী ভাবছেন- হাওড়া নিয়ে আমার ভাবনা আছে। আমি চাই সার্বিক উন্নয়ন হোক। মানুষ ধীর, স্থির থাকা উচিত। আমি এখনও ধৈর্য ধরে আছি। আমার ধৈর্যচ্যুতি ঘটেনি