Weather Forecast: আজ সারা কলকাতায় যেন রেনি-ডে... আকাশ ভেঙে তুলকালাম বৃষ্টি! দিনেই নামল রাতের অন্ধকার
- Published by:Rachana Majumder
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Forecast: বৃষ্টির বেশি সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
advertisement
1/11

আজ সারাদিনই মেঘলা আকাশ। এক কথায় রেনি-ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গজুড়েই বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে।
advertisement
2/11
বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মঙ্গলবারের মধ্যে তৈরি হবে নিম্নচাপ। বুধবার পর্যন্ত বৃষ্টির স্পেল দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে, তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে।
advertisement
3/11
মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে।
advertisement
4/11
অভিমুখ ওড়িশা। দেশজুড়ে আরও তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে। একটি অক্ষরেখা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত্য থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত।
advertisement
5/11
উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম হবে। উপরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হবে।
advertisement
6/11
আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে। আগামী তিন দিনে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি সামান্য বাড়তে পারে উত্তরবঙ্গে।
advertisement
7/11
বৃষ্টির বেশি সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি পরিমাণ বাড়বে।
advertisement
8/11
কলকাতায় পুরোপুরি মেঘলা আকাশ। আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী দু-দিনের মধ্যেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
9/11
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
10/11
প্রবল বৃষ্টি হবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সমুদ্র উত্তাল থাকার কারণে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
11/11
ওড়িশা, ছত্তিশগড়, বিদর্ভ, তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয়ে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে সিকিম তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে। কঙ্কন, গোয়া, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, কেরল এবং মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েক দিনে।