Rainfall Alert: আর কিছুক্ষণের মধ্যেই ঝড়-বৃষ্টি-বজ্রপাত দক্ষিণবঙ্গের ২ জেলায়, যা জানাচ্ছে আবহাওয়া দফতর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও
advertisement
1/6

আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা, আগামী ২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বজ্রপাতের আশঙ্কাও থাকবে।
advertisement
2/6
রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গের তিন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা নামবে।
advertisement
3/6
রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও।
advertisement
4/6
৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে কলকাতা,হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/6
সোমবারবজবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়।
advertisement
6/6
মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা।