Rain Forecast: রবিবার ফের ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ? নিম্নচাপের লাগাতার মুষলধারায় বৃষ্টি থামবে কবে? জানুন বড় পূর্বাভাস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rain Forecast: উপকূলীয় এলাকা থেকে নিম্নচাপটি যতই দূরে সরে যাবে, ততই তার শক্তি দুর্বল হবে৷
advertisement
1/7

এ বছর বর্ষায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীর বৃষ্টিতে ভোগান্তি চরমে৷ সকলের উদ্বেগ আরও বাড়িয়ে আবহাওয়া দফতর জানিয়েছে ভারী বর্ষণ আপাতত চলবে দক্ষিণবঙ্গে৷ মঙ্গলবার থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি শুরু হবে৷ সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সে৷
advertisement
2/7
আবহবিদদের ধারণা, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে৷ তার জেরেই মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গাঙ্গেয় বঙ্গে ঢুকেছিল৷ রবিবার সেটি মধ্যপ্রদেশের উপর চলে যেতে পারে৷
advertisement
3/7
উপকূলীয় এলাকা থেকে নিম্নচাপটি যতই দূরে সরে যাবে, ততই তার শক্তি দুর্বল হবে৷ তবে বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷
advertisement
4/7
রবিবার দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
5/7
আগামী মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ পাশাপাশি, ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে৷ আগামী মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
6/7
আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি মাসের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে৷ উত্তাল থাকবে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরের ওই অংশে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
7/7
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরের আট জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে। শুক্রবার পর্যন্ত অর্থাৎ আগামী সপ্তাহ জুড়ে, এ মাসের শেষ পর্যন্ত দক্ষিণের সঙ্গে উত্তরও ভিজবে শ্রাবণের মুষলধারায়৷