উত্তর ও দক্ষিণবঙ্গে এখনই রেহাই নেই বৃষ্টি থেকে, জানুন বৃষ্টির পূর্বাভাস ও ওয়েদার আপডেট
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Rain and weather forecast : উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে শনি রবিবার থেকে। শনিবার থেকে সোমবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়
advertisement
1/5

আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। তবে আগামিকাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি হবে শনি-রবিবার থেকে। কলকাতায় আজও আংশিক মেঘলা থাকবে আকাশ৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
2/5
আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতা শহরে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯০ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৬.৪ মিলিমিটার।
advertisement
3/5
দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি বেশিরভাগ জেলায়। কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ।
advertisement
4/5
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে শনি রবিবার থেকে। শনিবার থেকে সোমবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে।
advertisement
5/5
আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা তামিলনাড়ু পন্ডিচেরি করাইখালী ভারী বৃষ্টির সম্ভাবনা আছে৷ আজ ও আগামিকাল মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে৷ শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে৷ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা৷ অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি হতে পারে।