TRENDING:

Rainfall Alert IMD: বৃষ্টি আসছে...এবার দিন জানিয়ে দিল আলিপুর! তাপপ্রবাহের মাঝেই তুমুল ভিজবে দক্ষিণবঙ্গের ১০ জেলা

Last Updated:
শনি ও রবিবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত।
advertisement
1/9
বৃষ্টি আসছে..দিন জানিয়ে দিল আলিপুর! তাপপ্রবাহের মাঝেই ভিজবে দক্ষিণবঙ্গের ১০জেলা
গরমে হাঁসফাঁস অবস্থা৷ রোদের তাতে নাজেহাল অবস্থা আপামর রাজ্যবাসীর৷ উত্তরে খানিক বৃষ্টির স্বস্তি থাকলেও শুক্রবার প্রায় গোটা দক্ষিণবঙ্গজুড়েই ছিল তাপপ্রবাহের পরিস্থিতি৷ এমনকি, বাদ যায়নি কলকাতাও৷
advertisement
2/9
কলকাতায় তাপমাত্রা ছুঁয়ে ফেলল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এখানেই শেষ নয়, শনিবার তা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। কলকাতা ও সংলগ্ন এলাকায় রবিবারের মধ্যে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। দক্ষিণবঙ্গে বাঁকুড়া জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে পারদ।
advertisement
3/9
এমন পরিস্থিতিতে প্রায় প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন৷ বৃষ্টিটা আসবে কবে৷ কবে মিলবে এই পোড়া গরমের হাত থেকে একটু হলেও রেহাই৷ অবশেষে আশার আলো দেখা আলিপুর আবহাওয়া দফতর৷
advertisement
4/9
পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় চরম তাপপ্রবাহ৷ আর এই তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের চরম তাপপ্রবাহের সতর্কবার্তা।
advertisement
5/9
শনি ও রবিবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত।
advertisement
6/9
তবে সোমবার থেকে একটু হলেও ফিরতে পারে স্বস্তি৷ আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার পরিবর্তন হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/9
আইএমডি-র সর্বশেষ রিপোর্ট বলছে সোমবার থেকে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে বাংলা ওড়িশা ঝাড়খণ্ডে।এই বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই সোমবার থেকে উপকূলের আবহাওয়া পরিবর্তন হতে পারে সোমবারের পর। হালকা বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে মঙ্গলবার থেকে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
advertisement
8/9
বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে মঙ্গলবার। একদিকে তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম- এই ১০ জেলাতেই৷ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
advertisement
9/9
উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝড় হওয়া আগামী ২৪ ঘণ্টায়। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের নীচের দিকে তিন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদা সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Rainfall Alert IMD: বৃষ্টি আসছে...এবার দিন জানিয়ে দিল আলিপুর! তাপপ্রবাহের মাঝেই তুমুল ভিজবে দক্ষিণবঙ্গের ১০ জেলা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল